নয়াদিল্লি: মহুয়া মৈত্র (Mahua Maitra)-কে দ্রুত সরকারি বাংলো (Government Bungalow) খালি করার নির্দেশ। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, লোকসভা থেকে বহিষ্কৃত প্রাক্তন টিএমসি সাংসদ মহুয়া মৈত্রকে দ্রুত সরকারি বাংলো থেকে উচ্ছেদের নোটিশ জারি করেছে এস্টেট অধিদফতর। সূত্রে খবর, এবার এস্টেট অধিদফতর কর্মকর্তাদের একটি দল পাঠানো হবে যাতে দ্রুত সরকারি বাংলোটি খালি করা হয়। আরও পড়ুন: Iran Attacks Pakistan: পাকিস্তানে প্রবেশ করে হামলা ইরানের, মৃত্যু, উষ্মা ইসলামাবাদের
উল্লেখ্য, গত বছর ৮ ডিসেম্বর লোকসভা থেকে বহিষ্কৃত টিএমসি সাংসদকে ৭ জানুয়ারির মধ্যে বাড়িটি খালি করতে বলা হয়েছিল। কিন্তু তিনি আবাসনটি খালি করেননি। কেন তিনি আবাসনটি খালি করেননি তার জবাব চেয়ে ৮ জানুয়ারি এস্টেট অধিদফতর একটি নোটিশ জারি করে। ১২ জানুয়ারি তাঁকে আরেকটি নোটিশও জারি করা হয়।