এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। দাগি শিক্ষক-শিক্ষিকাদের তালিকায় রয়েছে বেশ কয়েকজন শাসক দলের নেতা ঘনিষ্ঠদের নাম। এই নিয়ে রাজ্য-রাজনীতিতে উঠেছে সমালোচনার ঝড়। ১৮০৪ জনের মধ্যে বেশ অনেকেই তৃণমূলের কোনও না কোনও নেতার পরিবারের সদস্য বা ঘনিষ্ঠজন। এই নিয়ে যখন রাজনীতি সরগরম, তখন পাল্টা বিজেপির কোটে বল ঠেলে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি এই তালিকায় বিজেপি নেতার ঘনিষ্ঠদেরও নাম রয়েছে।
শুভেন্দুকে নিশানা কল্যাণের
এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, “অকারণে রাজনৈতিক কথা বলে বাজার গরম করে কোনও লাভ নেই। এই তালিকায় বিজেপি নেতার ঘনিষ্ঠজনেদেরও নাম রয়েছে। তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় তাঁর পরিচিতদের চাকরি দিয়েছিলেন। ফলে ক্ষমতা থাকলে সুপ্রিম কোর্টে মামলা করুক। সেখানেই যা বলবে তাই হবে”।
দাগি শিক্ষক-শিক্ষিকার নাম প্রকাশ
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার ১ হাজার ৮০২ জন অযোগ্য দাগি শিক্ষক-শিক্ষিকার নাম প্রকাশ করেছিল কমিশ। রাতের দিকে আরও দু’জনের নাম প্রকাশ করা হয়। যার ফলে সংখ্যা বেড়ে হয় ১৮০৪ জন। তারপরেই এই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রাজ্যের সমস্ত মহলে।