নয়া দিল্লি, ২২ অক্টোবরঃ মঙ্গলবার ওয়াকফ বিলের (Waqf Bil) যৌথ কমিটির বৈঠক চলাকালীন অঘটন। বিজেপির সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। দুই পক্ষের উত্তাল বচসা ক্রমেই নাটকীয় রূপ নিল। বাগবিতণ্ডা চলাকালীন কাঁচের বোতল ভেঙে ফেলেন তৃণমূল সাংসদ কল্যান (Kalyan Banerjee)।
যার ফলে আহত হন শ্রীরামপুরের সাংসদ (Kalyan Banerjee)। ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি। ক্ষতে চারটি সেলাই পড়েছে বলে জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিতর্কিত ওয়াকফ বিল ঘিরে অভিজিতের সঙ্গে উত্তপ্ত কথা কাটাকাটি মাঝে আচমকাই টেবিলের উপরে রাখা কাঁচের বোতলটি তুলে আছাড় মারেন কল্যাণ। তাতেই নিজের হাতে চোট পান তিনি। এই ঘটনার কিছুক্ষণের মধ্যে এদিনের বৈঠক বন্ধ হয়ে যায়।
আহত কল্যাণ বেরিয়ে আসছেন বৈঠক থেকে...
#WATCH | Delhi: Meeting of the JPC (Joint Parliamentary Committee) on the Waqf Bill begins at the Parliament Annexe. It was halted briefly after a scuffle broke out during the meeting.
According to eyewitnesses to the incident, TMC MP Kalyan Banerjee picked up a glass water… pic.twitter.com/vTR7xMwOb5
— ANI (@ANI) October 22, 2024
ওয়াকফ বিলের বিরোধিতায় শুরু থেকেই সরব বিরোধী দলগুলো। বিরোধীদের আপত্তির জেরে লোকসভায় তা পাশ করাতে পারেনি সরকার। এরপর বিলটিকে পাঠানো হয়েছিল যৌথ সংসদীয় কমিটিতে। এই বিল নিয়ে আলোচনার জন্য ৩১ সদস্যের একটি কমিটি গড়ে তলে কেন্দ্র। এই বিলকে 'সাম্প্রদায়িক এবং মুসলিম বিরোধী' বলে শুরু থেকেই অভিযোগ তুলেছে বিরোধীরা। বৈঠক বয়কট করে বারংবার বেরিয়ে এসেছিলেন বিরোধী সদস্যরা। তবে মঙ্গলবার কমিটির সকল সদ্যসের সামনেই ঝামেলায় জড়িয়ে পড়েন কল্যাণ এবং প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ। যার পরিণতিতে আহত হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।