কসবা গণধর্ষণ কাণ্ড (Kasba Gang Rape Case) নিয়ে লাগামহীন মন্তব্য করে ইতিমধ্যেই বিপাকে পড়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র। তাঁদের মন্তব্যের পর শাসক দলের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছিল। যেথা্নে কল্যাণদের মন্তব্য সমর্থন করেনি দল। এমনকী মদন মিত্রকে তো শোকজ নোটিশও পাঠিয়েছে তৃণমূল। তবে দলের এই অবস্থান নিয়ে বেজায় ক্ষুব্ধ কল্যাণ। সে কিন্তু এর জবাব দিতে একমুহূর্তের জন্য পিছপা হননি। বরং নিজের মন্তব্যে অনড় রয়েছেন তিনি, সেই সঙ্গে আবারও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার ঝড় তুললেন শ্রীরামপুরের সাংসদ।
বিতর্কিত মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনাটি অবশ্যই পুরুষরাই ঘটিয়েছে। তাই বলে সমস্ত পুরুষ ধর্ষক নন। কিছু বিকৃত মানসিকতার মানুষ অবশ্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এই বিকৃত মানুষই আবার রাত দখল করে প্রতিবাদ করছে। তাঁরাই ফাঁসি চাই, ফাঁসি চাই বলে চিৎকার করছেন। কল্যাণের এহেন মন্তব্য ফের বিতর্কের আগুন ঝড়াবে, তা এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। অন্যদিকে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে নিয়েও বেলাঘাম মন্তব্য করে বিতর্ক ছড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য
#WATCH | Kolkata alleged gang rape case: On his statement, TMC MP Kalyan Banerjee says, "Yes, incidents do happen. Not all men are like this, but some have a perverted mindset. These perverted men then come out on the streets, hold protests and demand the death penalty." pic.twitter.com/Jz6d2JSgkS
— ANI (@ANI) June 29, 2025
কল্যাণ বনাম মহুয়া
আসলে কসবা কাণ্ড নিয়ে যখন কল্যাণ ও মদনের মন্তব্যের বিরোধীতা করে পোস্ট করে তৃণমূল। তখন সেই পোস্টটি নারীবিদ্বেষী বলে নাম না করে দুই তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে শেয়ার করেন মহুয়া। তার পাল্টা আক্রমণ করতে গিয়ে কল্যাণ অবশ্য মহুয়ার নাম করেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কল্যাণ।