নয়াদিল্লিঃ ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় (Central) প্রতিনিধি দল। বিশ্বমঞ্চে 'অপারেশন সিঁদুর (Operation Sindoor)'-এর গুরত্ব বোঝাতে ও পাকিস্তানের মুখোশ টেনে খুলে ফেলতে উদ্যোগী কেন্দ্র। বিশ্ব দরবারে পাকিস্তানের (Pakistan) সমস্ত পর্দাফাঁস করতে চারিদিকে ছড়িয়ে পড়েছে কেন্দ্রের প্রতিনিধি দল। আর কেন্দ্রের একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান থেকে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে অপারেশন সিঁদুরের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বোঝাতে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, "আমাদের নম্রতাকে দুর্বলতা ভাবলে ভুল হবে।"
পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
এদিন অভিষেক আরও বলেন, "ভারতের প্রত্যাঘাতে যাদের মৃত্যু হয়েছে তাদের শেষকৃত্যে হাজির ছিলেন পাক সেনা প্রধান ও সেনা বিভাগের বিভিন্ন কর্তারা। পাকিস্তান সে সরাসরি সন্ত্রাসে মদত দেয় তা এখান থেকেই স্পষ্ট।" এখানেই শেষ নয়, ডায়মন্ডহারবারের সাংসদ আরও যোগ করেন, " পহেলগাঁও হামলার ২৪ ঘণ্টার মধ্যেই টিআরএফ হামলার দায় শিকার করেছে। টিআরএফ হল স্কর-ই-তৈবার ছায়া সংগঠন। এই সংগঠনের লস্কর-জইশদের যখন ভারত মারল তাদেরই শেষকৃত্যে হাজির পাক সেনা কর্তারা।" সবশেষে সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে সংঘবদ্ধ হওয়ার ডাক দেন অভিষেক। সেই সঙ্গেই তিনি বলেন, "পাকিস্তানকে কোনওরকম সাহায্য করা মানে সন্ত্রাসে মদত দেওয়া।
বিশ্বমঞ্চে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Speaking at a think tank meeting in Seoul, TMC MP Abhishek Banerjee, part of an all-party Indian delegation, said that any support to Pakistan equals support to terrorism. Referring to the April 22 Pahalgam terror attack, he said the incident has moved beyond India’s national… pic.twitter.com/ICmYsysZjv
— Asianet News English (@AsianetNewsEN) May 26, 2025