Jangannath Sarkar, Abhishek Banerjee. (Photo Credits: X)

Abhishek Banerjee on Jagannath Sarkar: ২০২৬ বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি (BJP) জিতলে এক হয়ে যাবে দুই বাংলা, থাকবে না কোনও কাঁটাতার। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের এ হেন মন্তব্যে গোটা দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ বিজেপি দাবি করে, বিরোধীরা বাংলাদেশীদের ভারতে ঢুকিয়ে ভোটে জিততে চাইছে। অথচ খোদ তাদেরই দলের সাংসদ এমন ভোট প্রতিশ্রুতি দেওয়ায় অস্বস্তিতে পদ্মশিবিরের। মাটিয়ারের বিনপুরে বিজেপির এক সভায় দলীয় সাংসদ জগন্নাথ সরকার বলেন, "আমি কথা দিচ্ছি, এবার বিধানসভা ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে কোনও কাঁটাতার রাখব না, আগেও এক ছিল দুই বাংলা, আবার সেটা এক হবে।" জগন্নাথ সরকারের এই মন্তব্য নিয়ে এক্স প্ল্যাটফর্মে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ লিখলেন, "একদিকে রানাঘাটের বিজেপি সাংসদ ঘোষণা করলেন বিজেপি ক্ষমতায় এলে ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনও সীমান্ত থাকবে না-দুটি দেশ আবার এক হবে। অন্যদিকে আবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি সরকার বারবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সীমান্ত সুরক্ষা করার জন্য জমি দেয় না বলে অভিযোগ করে। যে সীমান্তটা ওদের দলেরই সাংসদ মুছে দিতে চায়।"

সাসপেন্ডের চ্যালেঞ্জ

এরপর চ্যালেঞ্জের সুরে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি যদি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে, তাহলে এই সাংসদকে অবিলম্বে সাসপেন্ড করুন। যদি দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে চুপ থাকে তাহলে ধরে নিতে হবে সাংসাদ বিজেপি নেতৃত্বের অনুমতি নিয়েই এমন কথা বলেছেন।"টুইটের শেষে অভিষেক লেখেন, " এটা জাতীয়তাবাদ নয়, এটা বিশ্বাসঘাতকতা।

দেখুন কী বলেছিলেন জগন্নাথ সরকার, আর তা নিয়ে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গ SIR

এসআইআরের নামে পশ্চিমবাংলার মানুষকে বোকা বানানো ও অপদস্থ করার বিজেপির একটা ট্রেডমার্ক রাজনীতি। এটা কপটতা আর বিশ্বাসঘাতকতার ভয়ঙ্কর মিশেল। আপনারই দেখুন কে বা কারা বাংলাকে বোকা বানাচ্ছে।"