আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক ধর্ষণের ঘটনা নিয়ে প্রতিবাদ হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। গতকাল সন্ধেবেলাতেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি বিজেপির বাকি নেতানেত্রীরাও এই নিয়ে প্রতিবাদ শুরু করেছে। রাজ্যের বিরোধী দলের দাবি এই ঘটনার সিবিআই তদন্ত করুক। যদিও এমন দাবি জানিয়েছে প্রতিবাদী শিক্ষার্থীরাও। এবার এই নিয়ে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও নির্যাতিতার পরিবার, প্রতিবাদী ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছেন তিনি। তবে এই ঘটনায় বিজেপির রাজনীতি নিয়ে সমালোচনা করলেন অভিষেক।
তাঁর মতে, "যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নারকীয় ও মর্মান্তিক। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার তাঁদের অবস্থান স্পষ্ট করেছে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি এই নিয়ে আন্দোলন করার বদলে কেন্দ্র সরকারের কাছে এই ধর্ষক, খুনিদের দ্রুত শাস্তি কীভাবে দেওয়া যায় সেই নিয়ে কেন্দ্রকে চিঠি লেখা উচিত। আসলে দেশের আইন আইন এমন যে আমাদের শাস্তি দেওয়ানোর জন্য হাত বেধে দিয়েছে। এখন অভিযুক্তের বিচার হবে। তারপর শাস্তি দেওয়া হবে। সেটা খুন বা যাবৎজ্জীবনও হতে পারে। কিন্তু এইসব ঘটনার জন্য দ্রুত মামলা হওয়া প্রয়োজন। দোষীদের কোনওভাবে রেয়াত করা যাবে না। যাঁরাই এই ধরনের ঘটনা ঘটাক না কেন সে ডাক্তার, পুলিশ, ইঞ্জিনিয়ার, কৃষক বা পুলিশ কাউকেই ছাড় দেওয়া যাবে না। এই সমস্ত অভিযুক্তদের একটাই পরিচয় তাঁরা ধর্ষক। ফলে দ্রুত বিচার করে কঠোর শাস্তি দিতে হবে"।
#WATCH | South 24 Parganas: On RG Kar Medical College and Hospital incident, TMC National General Secretary and MP Abhishek Banerjee says "This incident is extremely heinous, the state government is taking this matter seriously and within 24 hours an accused has been… pic.twitter.com/TAYkBfdPoY
— ANI (@ANI) August 10, 2024
অভিষেক আরও বলেন, "কেন্দ্রে যাঁদের সরকার রয়েছে তাঁরা রাতারাতি অডিনেন্স এনে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে। অডিনেন্স এনে একজন ধর্ষক বা খুনির ৭দিনে সাজা দিতে পারে না? আইনসভায় এই বিষয়ে সংশোধনের জন্য অডিনেন্স আনা উচিত। ছয়মাসের মধ্যে অ্যামিডমেন্ট বিল নিয়ে আসুক যেন দোষীদের একমাসের মধ্যে শাস্তি হয়। এতে তৃণমূলক কংগ্রেস সমর্থন করবে, কংগ্রেস সমর্থন করবে, সিপিএমও সমর্থন করবে। কিন্তু তা না করে আমরা রাজনীতি করছি"।