Udayan Guha (Photo Credits: Facebook)

দিনহাটা, ৩১ জানুয়ারি:  ফের বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের উদয়ণ গুহ (Udayan Guha)। দলের একটি কর্মিসভায় উদয়ণ গুহ বলেন, সরকারি সুযোগ সুবিধা যাঁরা নেবেন,  তাঁদেরকে  তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে 'দুয়ারে প্রহার' প্রকল্পের উল্লেখও করেন উদয়ণ। উদয়ণ গুহর ওই মন্তব্যের পর থেকে শোরগোল শুরু হয়ে যায়।

উদয়ণ গুহর কথায়, সরকারি প্রকল্প থেকে সুযোগ সুবিধা নেওয়া সত্ত্বেও যাঁরা তৃণমূল কংগ্রেসকে (TMC) ভোট দেবেন না, তাঁদের জন্য 'দুয়ারে প্রহার' প্রকল্প থাকবে। উদয়ণের ওই মন্তব্যের পর থেকে বিরোধী শিবিরের তরফে তাঁর বিরুদ্ধে পালটা তোপ দাগা হয়।

আরও পড়ুন:  Miss USA 2019 Cheslie Kryst: মিস ইউনিভার্সের মঞ্চ থেকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সুন্দরী মডেল, রহস্যের মোড়কে মৃত্য

তবে এই প্রকল্পের কথা তিনি দলীয় কর্মিসভায় উল্লেখ করেছেন। তাঁর বক্তব্যের উলটো মানে করা হচ্ছে বলেও দাবি করেন তৃণমূল কংগ্রেসের এই নেতা।