কলকাতা, ২৬ মে: কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) রোগী কল্যাণ সমিতির (Patient Welfare Association) চেয়ারম্যান পদ থেকে অপসারিত তৃণমূল বিধায়ক ও চিকিৎসক নির্মল মাজি (Nirmal Maji)। রোগী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যান হচ্ছেন সুদীপ্ত রায় (Sudipto Roy)। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে থাকাকালীন নির্মলের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগও উঠেছে। পাশাপাশি নানা বিতর্কে জড়িয়েছেন তিনি।
নির্মলের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে নানা অনৈতিক কাজ করারও অভিযোগ তুলেছেন চিকিৎসকদের একাংশই। বিরোধীরাও এনিয়ে সরকারকে আক্রমণ করেছে। ক্রমেই নির্মল সরকারের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছিল বলে নবান্ন সূত্রে খবর। তাই তাঁকে আজ সরিয়ে দেওয়া হয়েছে। যদিও অপসারণের কোনও কারণ জানানো হয়নি। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কোনও কিছু উল্লেখ নেই। আরও পড়ুন: Bidisha De Majumdar: বিদিশাকে ভাল না বাসলেও শারীরিক সম্পর্ক কেন? অভিনেত্রীর বন্ধুদের তোপে 'প্রেমিক'
এদিকে, রোগী কল্যাণ সমিতির নতুন দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান সুদীপ্ত রায় শ্রীরামপুরের বিধায়ক। তিনি আরজিকর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এ ছাড়া হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদেও রয়েছেন তিনি।