ফাইল ফটো (Photo Credit: Wikimedia Commons)

কলকাতা: সমস্ত নিয়ম ভেঙে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা সংসদের (West Bengal Board of Primary Education) প্রাক্তন সভাপতি (former President) ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে (TMC MLA Manik Bhattacharya) যোগেশচন্দ্র আইন কলেজের (Jogesh Chandra Chaudhuri Law College) অধ্যক্ষ (principal) করা হয়েছিল। শুক্রবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা (affidavit) জমা দিয়ে একথা স্বীকার করে নিল পশ্চিমবঙ্গ সরকার (WB government)। আরও পড়ুন: CBI Additional Director Manoj Shashidhar: বঙ্গের বিভিন্ন দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে কলকাতায় CBI অ্যাডিশনাল ডিরেক্টর

গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (University Grants Commission) তরফে এই পর্যবেক্ষণের কথা জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। শুক্রবার হাইকোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশনের সেই পর্যবেক্ষণের সত্যতা স্বীকার করে নিল রাজ্য সরকার। আরও পড়ুন: PC Sorcar (Junior): কারণ কী ! সল্টলেকের ইডির দফতরে হাজির যাদুকর পিসি সরকার জুনিয়র