Photo Credits: ANI

কলকাতা: ২ ও ৩ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে কেন্দ্রের সরকারের (Union government) বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC Delhi Agitation)। এর মাঝে দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন রেলওয়ে শেষ মুহূর্তে না দেওয়ায় বেদম চটেছেন ঘাসফুল শিবিরের নেতা-নেত্রীরা। প্রথমে সভা করার জন্য রামলীলা ময়দান চাইলেও তা না দেওয়ার পাশাপাশি ট্রেন নিয়ে এই টানাপোড়েনে বিতর্ক জোরদার। এর মাঝেই তৃণমূলের দিল্লি যাওয়া ঠেকাতে বিজেপি কার্যত যুদ্ধ (war) ঘোষণা করেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব (TMC leader Susmita Dev)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের কাছে নিজের ন্যায্য পাওনার (rightful dues) জন্য প্রতিবাদ (protest) জানাতে আসা বাংলার মানুষদের দিল্লি আসা রুখতে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি (BJP)। প্রথমে, ওরা জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে (National General Secretary Abhishek Banerjee) ইডির (ED) মাধ্যমে সমন পাঠাল (summoned)। এখন তিনি যখন দিল্লি আসার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, তখন ওরা টাকা জমা নেওয়ার পরেও বাংলার মানুষদের জন্য দিল্লি যাওয়ার বিশেষ ট্রেন (special trains) দিতে অস্বীকার করেছে। বাংলার মানুষরা এই প্রতিকূলতা জয় করে বাস করে সড়ক পথে আসছেন। এতে তাঁদের অনেক সময় লাগবে ও পরিশ্রম হবে। কিন্তু, ওরা লড়াই (fight) করার জন্য প্রস্তুত।" আরও পড়ুন: Kolkata Fire: এলিয়ট রোডের পারফিউম গোডাউনে দাউদাউ করে জ্বলছে আগুন, ভয়াবহ ভিডিয়ো