শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Picture Source: Facebook)

কলকাতা, ১৪ এপ্রিল: আইকোর চিটফান্ড মামলায় (ICore chit fund scam) রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সূত্রের খবর, আগামী সপ্তাহেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, আইকোর চিটফান্ডের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে একই মালমায় পার্থ চট্টোপাধ্যায়কে ডেকেছিল সিবিআই।

মার্চের দ্বিতীয় সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমবার নোটিশ পাঠায় সিবিআই। ১৫ মার্চ কলকাতায় সিবিআই-র সদর দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সেই সময় পার্থবাবু জানিয়েছিলেন তিনি কোনও নোটিশ পাননি। ১৫ মার্চ তাঁকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতেও দেখা যায়নি। তার জেরেই তাঁকে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়। সেই নোটিশের জবাবেই এবার পার্থবাবু জানিয়েছেন, রাজ্যে বিধানসভা নির্বাচন না মিটলে তিনি হাজিরা দিতে পারবেন না। আরও পড়ুন: WB Assembly Elections 2021: ‘আমাকে আঘাত করলে প্রত্যাঘাত করি, আমি ঘরে ঢুকে যাওয়ার লোক নই’

এখন দেখার বিষয় যে ইডি-র তলবে পার্থবাবু ক পদক্ষেপ নেন। তিনি হাজিরা দেবেন নাকি এড়াবেন তা জানা যাবে সামনের সপ্তাহেই।