কলকাতা: শুক্রবার পশ্চিমবঙ্গে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কোনওদিন রাজ্যের মুখ্যমন্ত্রী (Bengal CM) হতে পারবেন না। শুক্রবার সন্ধ্যায় এর উত্তরে তৃণমূল কংগ্রেসের (TMC MP) ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বলেন, "কেন্দ্রীয় সরকার (Central) যদি পশ্চিমবঙ্গের বকেয়া থাকা (Due) ১.১৫ লক্ষ কোটি টাকা মিটিয়ে দেয় (releases) তাহলে তিনি রাজনীতির আঙিনা (Political arena) থেকে নিজেকে সরিয়ে নেবেন।"
শুক্রবার বীরভূমে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ অনুপ্রবেশ থেকে দুর্নীতি, বিভিন্ন বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের তুমুল সমালোচনা করেন।
এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে টুইট করেন, "আপনি আমার নামে অনেক কিছু অভিযোগ করেছেন। কিন্তু, বিজেপি ইন্ডিয়া যেভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে বঞ্চনা করছে। এই রাজ্যের ক্ষতি করছে তা নিয়ে কিছুই বললেন না। আমার অস্তিত্ব আপনাকে যদি এতটাই যন্ত্রণা দিচ্ছে তাহলে আমার রাজ্যের ন্যায্য পাওনা ১.১৫ লক্ষ কোটি টাকা দিয়ে দিন। তাহলে আমি নিজেকে রাজনীতির আঙিনা থেকে সরিয়ে নেব।"
HM @AmitShah, you spoke of my imagined ills but didn't care to address the harm @BJP4India has inflicted upon West Bengal.
If my existence pains you to this extent, release the ₹1.15 Lakh Crore rightfully due to my state and I'll withdraw myself from the political arena.
— Abhishek Banerjee (@abhishekaitc) April 14, 2023
"Will withdraw myself from political arena if..." TMC leader Abhishek Banerjee
Read @ANI Story | https://t.co/j4HkWvR5U9#WestBengal #AbhishekBanerjee #TMC pic.twitter.com/T2OcMI5l0K
— ANI Digital (@ani_digital) April 14, 2023