দিন কয়েক ধরে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা বেহাত হচ্ছে বলে বিভিন্ন জেলা থেকে খবর আসছে। অভিযোগ, ট্যাব কেনার জন্য সরকারের পক্ষ থেকে যে ১০ হাজার টাকা করে প্রতিটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার পাওয়ার কথা, সেই টাকা তাঁদের অ্যাকাউন্টে না ঢুকে তা যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। এই ঘটনা সামনে আসতেই বিরোধীরা দুর্নীতির অভিযোগ তুলছে। যদিও গোটা বিষয়টির তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও কে বা কারা এই ঘটনাটি ঘটাচ্ছে তা এখনও পরিস্কার নয়।

যদিও এই ঘটনাগুলিকে কোনও দুর্নীতি হয়ে বলে মানতে রাজি নন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বৃহস্পতিবার বলেন, "এটা কোনও দুর্নীতি নয়, বরং একে সাইবার অপরাধ বলা ভালো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রথম পড়ুয়ারা ট্যাব পাচ্ছেন। যা নিঃসন্দেহে ভালো পদক্ষেপ। তবে কিছু মানুষ এই নিয়ে অপরাধ করছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। তবে তাই বলে এটা নয় যে কেউ টাকা পাবেন না। সকল পড়ুয়ারাই এর টাকা পাবেন"।