ভোটার তালিকা সংশোধনী (Special Intensive Revision) নিয়ে বিগত কয়েকমাস ধরেই উত্তাল বিহারের রাজনীতি। এর আঁচ পড়েছে বাংলাতেও। কারণ আগামী বছরে এথানেও নির্বাচন রয়েছে। ফলে এসআইআর যাতে এই রাজ্যে না শুরু হয়, এই নিয়ে প্রতিবাদ করছে তৃণমূল, কংগ্রেস, সিপিএমের মতো বিরোধী দলগুলি। যদিও তৃণমূল অবশ্য ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার সমর্থনে। তবে অবৈধ বাংলাদেশি বা রোহিঙ্গাদের নিয়ে তাঁরা মাথা ঘামাচ্ছে না। বরং তাঁদের অবশ্য দাবি, ভিনরাজ্যে ভোটারদের বাংলাতে এনে ভোট করাচ্ছে বিজেপি। সেই কারণে এই ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছে ঘাসফুল শিবির।

একমত কুণাল ঘোষও

এই ইস্যুতে এবার মুখ খুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর বক্তব্য, “আমরা চাই না কোনও বৈধ ভোটার তালিকা থেকে বাদ যাক। আমরা প্রথম থেকেই নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছি। আমরা চাই না ভিনরাজ্যের ভোটার এরাজ্যে এসে ভোট দিক। তাঁরা যাতে তালিকায় না ঢোকে এই নিয়ে অনেকদিন আগেই তৃণমূল কমিশনে ডেপুটেশন জমা দিয়েছিল”। যদিও এই ক্ষেত্রে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ধরা পড়লে তৃণমূলের অবস্থান কী হতে চলেছে, সেই নিয়ে কিন্তু কোনও জবাব নেই কুণাল ঘোষের মুখে।

দেখুন কুণাল ঘোষের বক্তব্য

তৃণমূল আগেই ভুয়ো ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিল?

আগে অবশ্য মহারাষ্ট্র বা দিল্লিতে নির্বাচনের সময় ভিনরাজ্যের ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিল তৃণমূল  নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও অভিযোগ করেছিলেন যে বাংলাতে নাকি ভিনরাজ্যের ভোটার ঢুকিয়ে ভোট করানো হচ্ছে। তবে সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুয়ো বাংলাদেশি বা রোহিঙ্গাদের ধরা হচ্ছে। সেই কারণেই তালিকায় স্বচ্ছতায় আনতে রাজ্যভিত্তিক ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।