আরজি কর কাণ্ডের পেরিয়েছে একবছর। নির্যাতিতার পরিবার এখনও সুবিচার পায়নি। এরজন্য কলকাতা পুলিশ রাজ্যের শাসক দলকেই দোষীদের আড়াল করছে বলে অভিযোগ করছেন নির্যাতিতার বাবা-মা। এরমধ্যেই সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষকে (Kunal Ghosh) আক্রমণ করে বসেন তরুণী চিকিৎসকের বাবা। তাঁর যুক্তি, তৃণমূলের হয়ে সিবিআইয়ের সঙ্গে সেটেলমেন্ট করেছেন কুণাল। আর তাতেই তিনি পড়লেন সমস্যায়। ভিত্তিহীন মন্তব্য করায় তাঁকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল নেতা।
নির্যাতিতার বাবার উদ্দেশ্যে বার্তা কুণালের
কুণাল বলেন, “আরজি করের ঘটনা নিয়ে নির্যাতিতার পরিবারের প্রতি আমার যথেষ্ট সহানুভূতি রয়েছে। তবে তাই বলে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তরুণীর বাবা যে সমস্ত বেফাঁস মন্তব্য করে বসছেন তা একেবারেই গ্রহণযোগ্য নয়। উনি বলছেন, সিবিআইকে রাজ্য সরকার টাকা পাঠিয়ে তদন্ত প্রভাবিত করছে। এমনকী আমি নাকি সিজিও কমপ্লেক্সে টাকা নিয়ে গিয়ে রফা করেছি। এটা তো একেবারেই মিথ্যা, অযৌক্তিক মন্তব্য। তাই আমি আইনি নোটিশ পাঠিয়েছি”।
দেখুন কুণাল ঘোষের বক্তব্য
#WATCH | On sending a legal notice to the father of RG Kar rape-murder victim, TMC leader Kunal Ghosh says, "I hold him in high regards, I have full sympathy. But the statements he is making in a politically motivated way are not right...These are all false...It is not right if… pic.twitter.com/rNIWnCOqMn
— ANI (@ANI) August 13, 2025
মাপকাঠি মানার দাবি কুণালের
কুণাল আরও বলেন, “আমার ওনাদের ওপর সহমর্মিতা রয়েছে। যা ক্ষতি হয়েছে, সেটা একেবারেই অপূরণীয়। তাই রাজনৈতিক দল যা শেখাবে তাই বলবেন। যা মুখে আসবে সেটাই বলে যাবেন, সেটা হয় না”।