Kunal Ghosh (Photo Credit: ANI/X)

আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য, তার মাঝেই গত অক্টোবর মাসে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কুলতলিতে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করে এক নাবালক। এই ঘটনার পরপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত। তারপর রাজ্য পুলিশের তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে। মাসখানেকের মধ্যে চার্জশিট পেশ করে পুলিশ। অবশেষে ৬ ডিসেম্বর বারুইপুর আদালতের পক্ষ সাজা ঘোষণা করা হল। দোষী মুস্তাকিন সর্দারকে পসকো আইনের অধীনে এদিন ফাঁসির সাজা শোনাল আদালত।

এবার এই প্রসঙ্গ টেনে আরজি করে মৃত তরুণীর পরিবারের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, "কুলতলির ধর্ষণ ও খুনে ৬২ দিনের মাথায় ফাঁসির শাস্তি। রাজ্য পুলিশ ও আইনজীবীদের সংশ্লিষ্টমহলের এটা সাফল্য। জঘন্যতম এই অপরাধে দ্রুত তদন্ত, বিচার, সর্বোচ্চ শাস্তি একদম যথাযথ। আরজি করের ক্ষেত্রেও একদিনের মধ্যে অভিযুক্তকে ধরেছিল পুলিশ। যদি এই তদন্ত কলকাতা পুলিশের হাতে থাকত। তাহলে এতদিনে অপরাধীর ফাঁসি হয়ে যেত"।

কুণাল আরও বলেন, "অভয়ার আবেগকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিপথে চালানো চেষ্টা করা হয়েছে। আর সেই কারণেই অভয়ার কেসটি সিবিআইয়ের হাতে যাওয়ার কারণে বিলম্বিত হয়ে গেল"। প্রসঙ্গত, গত ৪ অক্টোবর কুলতলি নাবালিকার দেহ উদ্ধারের পর রাতের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর ৫ অক্টোবর অভিযুক্তকে আদালতে পেশ করা হয় ও ৭ অক্টোবর সিট ঘটন করা হয়। তারপর ৩০ অক্টোবরের মধ্যে বারুইপুর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ