আরজি কর (RG Kar Medical College and Hospital) আন্দোলনের প্রধান মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামী (Dr. Subarna Goswami) বদলি নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এমনকী এই নিয়ে প্রতিবাদ করেছেন খোদ চিকিৎসকও। এতদিন পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ ও ডেপুটি জেলা স্বাস্থ্য আধিকারিক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু এবার তাঁকে বদলি করে দার্জিলিং টিবি হাসপাতালের সুপার পদে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন চিকিৎসক মহলের একাংশ।

সরব হয়েছেন কুণাল ঘোষ

যদিও এই বিষয় নিয়ে পাল্টা মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর মতে, এটা সরকারি চাকরি, তাই কে কখন বদলি হবেন তা সম্পূর্ণ প্রশাসনের বিষয়। অতীতে বাম আমলে যাঁরা সিপিএম সমর্থক ছিলেন তাঁদের একসঙ্গে পোস্টিং হত। কিন্তু বর্তমানে প্রশাসন গণতান্ত্রিক পদ্ধতিতে চলছে। যদি তাঁরা সরকারি চাকরি করতে চান, তাহলে কাজ করতে হবে, অন্যথায় চাকরি ছেড়ে দিন।

কুণাল ঘোষের বক্তব্য

আন্দোলন চালানোর হুঁশিয়ারি ডাঃ সুবর্ণ গোস্বামীর

প্রসঙ্গত, আরজি কর ইস্যু নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। পরবর্তীকালে বিভিন্ন আন্দোলনেও তাঁকে দেখা যায়। সেই কারণেই কী তাঁকে বদলি করা হল, এই প্রশ্ন এদিনই তুলেছেন চিকিৎসক। যদিও যেখানেই তাঁর বদলি হোক না কেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।