সেই মুহূর্তের ভিডিয়ো (ছবিঃX)

এক প্রবীণ ব্যক্তিকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে মারধর করে একদল মহিলা। ছিঁড়ে ফেলা হয় সাদা ফতুয়া। পায়ের চটি দিয়ে বেধড়ক মারা হয়। এমনকী ঘুসি, চড়, থাপ্পড়ও মারা হয় ওই বৃদ্ধকে। সোমবার সকাল থেকে এই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। থবর নিয়ে জানা যায়, ঘটনাটি ঘটেছে খড়গপুরের খরিদা এলাকায়। যাঁকে মারধর করা হচ্ছে তিনি স্থানীয় এলাকার সিপিএম কর্মী অনীল দাস (Anil Das Attacked)। এবং যে বা যাঁরা তাঁকে মারছে তাঁদের মধ্যে একজন হলেন তৃণমূল নেত্রী বেবি কোলে এবং তাঁর মহিলা দলবল। ঘটনাটি সামনে আসতেই প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল।

নেত্রীকে শোকজ করল তৃণমূল

সেই কারণে সোমবারই বেবি কোলেকে শোকজ করল তৃণমূল। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে শোকজ করা হয়। আগামী তিনদিনের মধ্যে তাঁকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দল। আর যদি এর জবাব নাও দেয়, তাহলেও তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানানো হয়েছে। দলের জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা জানান, দলের শীর্ষ নেতৃত্বে নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং আইনত পদক্ষেপ নেওয়ার জন্যও দলের তরফে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

খড়গপুরে বৃদ্ধকে মারধর

ঘটনার সম্পর্কে জানা যাচ্ছে, দিনকয়েক আগে দূর্গা সাহু নামে স্থানীয় এক মহিলার শৌচাগারের দেওয়া ভেঙে দেওয়া হয়ছিল। এই নিয়ে ওই মহিলাকে নিয়ে খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করতে যান অনীল দাস। এদিন বাজার করে বাড়ি ফেরার পথে তাঁকে ঘিরে ধরে বেবি কোলে ও তাঁর দলবল। তারপরেই তাঁকে মারধর করা হয়।