Dilip Ghosh (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ৯ জুলাই:  এবার দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। দিলীপ ঘোষকে  ''হিঁজড়া'' বলে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ। বাংলার মহিলাদের আত্মসম্মান দিলীপ ঘোষ বুঝবেন না বলে কটাক্ষ করেন অপরূপা পোদ্দার।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে হাজির হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাক্ষাৎকারে হাজির হয়ে দিলীপ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় থাকলে, তিনি বলেন বাংলার মেয়ে। গোয়ায় গেলে বলেন তিনি গোয়ার মেয়ে। মা-বাবার কোনও ঠিকানা নেই।' যা ইচ্ছা বলে যাচ্ছেন বলে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন: Rishi Sunak: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী ঋষি সুনক? ইনফোসিস কর্তার মেয়ে অক্ষতার চা দিয়ে আপ্যায়ন সাংবাদিকদের

দিলীপ ঘোষের ওই মন্তব্যের পর থেকে তাঁর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়, কুণাল সহ ঘোষ-সহ একাধিক নেতৃত্ব। এমনকী, দিলীপ ঘোষকে গ্রেফতার নয়, রাজভবনের সামনে রাজ্যপাল 'নীলডাউন' করিয়ে রাখুন বলেও আক্রমণ করেন কুণাল ঘোষ।