বোলপুর, ১৩ নভেম্বর: করোনা আবহে রাজ্যজুড়ে শক্তির আরাধনায় তেমন আয়োজন চোখে না পড়লেও বোলপুরের তৃণমূলের পার্টি অফিসের কালীপুজো হচ্ছে একেবারে ষোড়শ উপাচারেই। ইংরেজি নতুন বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ফের তৃণমূলের জয়ের কামনায় দিদিকে মুখ্যমন্ত্রীর আসনে দেখার প্রার্থনায় মায়ের পুজোয় মন দিয়েছেন বীরভূমের অবিসংবাদী তৃণমূল নেতা তথা জেলাসভাপতি কেষ্ট মণ্ডল (Anubrata Mondal)। মাকে এবার করোনার বাজের ৩০০ ভরির সোনার গয়নায় সাজিয়ে তুলবেন অনুব্রতবাবু। গত বছরে মায়ের গায়ে উঠেছিল ২৬০ ভরি সোনার গয়না। তার আগের বছরে ১৮০ ভরি সোনার গয়না। এবার একেবারে ৩০০। এই শুনে বীরভূমের বাসিন্দারা বলছেন, কলকাতার ফাটা কেষ্টর কালীপুজো নিয়ে যেমন মাতামাতি হয়। তেমন বীরভূমের কেষ্ট মণ্ডলের পুজোও সুবিখ্যাত।
সেই ৯৮ সাল থেকে পার্টি অফিসে কালীপুজো করে আসছেন অনুব্রতবাবু। একেবারে নিয়ম নিষ্ঠাভরে পুজো। এমনিতে শিবভক্ত অনুব্রত প্রতিদিন সকালে বাবার মাথায় বেলপাতা দেন। শুধু সোমবার হয় স্পেশ্যাল আয়োজন। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় বাবার মাথায় ওঠে ১০৮টি বেলপাতা। মেয়ে সুকন্যা বেলপাতা গুনে অনুব্রতবাবুকে ঠাকুর ঘরে সাহায্য করে থাকনে। আগে এই কাজ করতেন তাঁর প্রয়াত স্ত্রী। ১২ বছর বয়স থেকে কালীপুজো করে আসছেন অনুব্রত মণ্ডল। প্রথমে নিজের হাতেই গড়তেন প্রতিমা। পরে সেই পুজো পাড়ার গলির মুখে চলে আসে। কংগ্রেসে থাকাকালীনও করেছেন কালীপুজো। তৃণমূলে যোগ দেওয়ার পর পার্টি অফিসেই পুজো হয়ে আসছে ফি বছর। মায়ের গয়না নিয়ে অনুব্রতবাবুর সাফ জবাব। মা নিজেই নিজের অলঙ্কার নিয়ে নেন। কাউকে এনিয়ে কিছু বলতে হয়না। জেলার সমস্ত তৃণমূল নেতারা এই কালীপুজো উপলক্ষে বোলপুরের পার্টি অফিসে আসেন। কেউ মনস্কামনা পূর্ণ করতে মাকে গয়না দেন। কেউ বা ভালোবেসে। আরও পড়ুন-Suvendu Adhikari: বহুদিন পর শুভেন্দুর মুখে দলনেত্রী শব্দবন্ধ, কাঁথির অধিকারী বাড়িতে প্রশান্ত কিশোর
মা কখনও অনুব্রত মণ্ডলকে খালি হাতে ফেরাননি। যা চেয়েছিন দুহাত ভরে পেয়েছেন। এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের ২২৫-২৩০টি আসন জয় হোক। কেষ্টবাবু মায়ের কাছে এই প্রার্থনা রেখেছেন। ফের দিদিকেই চান তিনি। চান তৃণমূলের জয়। তবে এবারও মাকে নিজের হাতে গয়না পরাতে পারলেন না। গত বছর অনুব্রত মণ্ডলের মা মারা যাওয়ায় একাজ করতে পারেননি। এবার প্রয়াত হয়েছেন স্ত্রী। তবে যাইহোক বৃহস্পতিবার তৃণমূলের পার্টি অফিসের পুজোয় মাকে ৩০০ ভরির সোনার গয়না পরানো হয়েছে। জয়ের আশায় বুক বেঁধেছেন অনুব্রত মণ্ডল।