Abhishek Banerjee On Jay Shah (Photo Credit: Twitter)

কলকাতা, ২৯ অগাস্ট: ভারত, পাকিস্তান ম্যাচে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় শাহর (Jay Shah)  জাতীয় পতাকা হাতে ধরা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এশিয়া কাপের শেষে পাক বধের পর জয় শাহ যখন গ্যালারিতে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেন, সেই সময় তাঁকে জাতীয় পতাকা দেওয়া হয়। যা তিনি নিতে অস্বীকার করেন বলে অভিযোগ বিরোধীদের (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি ডট কম)। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে, মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তৃণমূল কংগ্রেস সাংসদ অভিযোগ করেন, জাতীয় পতাকা ধরতে অস্বীকার করায়, জয় শাহর 'জাতীয়তাবোধে খামতি' রয়েছে। জয় শাহ যেভাবে জাতীয় পতাকা হাতে নিতে অস্বীকার করেন, তাতে তাঁর 'ভণ্ডামি' প্রকাশ্যে চলে এসেছে বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  নিজের সোশ্যাল হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রবিবারের ভিডিয়ো নিয়ে সরব হয়ে জয় শাহকে আক্রমণ করেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে যায় জোর চর্চা।

 

পাশাপাশি জয় শাহদের বিরুদ্ধে 'জুমলাবাজির' অভিযোগও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।