নতুন বছরের দ্বিতীয় দিনে দুষ্কৃতি তাণ্ডবে উত্তাল মালদা। কসবার মতো মালদাতেও ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি ছুড়ল বাইক বাহিনী। যদিও সেবার বরাত জোড়ে বেঁচে গিয়েছিলেন সেই নেতা। তবে এবার শেষরক্ষা হল না। কার্যত পালিয়েও বাঁচতে পারলেন না তৃণমূল কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার (Dulal Sarkar)। দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতিরা। একটি গুলি মাথায় লাগে, আর তাতেই মৃত্যু হয় দুলালের। মালদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অন্যদিকে এই ঘটনায় রাজ্য পুলিশের ওপর বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে ঝলঝলিয়ার মাতাল মোড়ে দাঁড়িয়ে ছিলেন দুলাল সরকার। তখনই একটি বাইকে করে তিন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাঁর সামনে আসে। বিপদ বুঝতে পেরে একটি দোকানের মধ্যে ঢুকে যায়। অন্যদিকে দুষ্কৃতিরাও বন্দুক বের করে তার পেছনে ধাওয়া করে। তারপরেই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে দুলালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ জানিয়েছে, দুটি গুলি মিস হলেও তৃতীয়টি মাথা এফোড় ওফোড় করে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে।

এরপর তড়িঘড়ি স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দুলালকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বাবলা সরকারের মতো তৃণমূলের সক্রিয় ও জনপ্রিয় নেতাকে খুন করা হল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সকলে। অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তৃণমূল নেতার পরিবারের পাশে রয়েছি"।  প্রসঙ্গত ঘটনার পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ঘটনাস্থলে পাঠিয়েছে দল।