কলকাতা, ২২ এপ্রিল: মদন মিত্রের পর এবার শশী পাঁজা (Sashi Panja)। করোনায় আক্রান্ত হয়েছেন উত্তর কলকাতার শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী। নিজে চিকিৎসক, তাই আগেই বুঝেছিলেন উপসর্গ। বেশ কয়েকদিন ধরে শরীর খারাপ থাকায় গতকাল বুধবার করোনা টেস্ট করান তিনি। আজ বৃহস্পতিবার রিপোর্ট এলে দেখা যায় মারণ রোগে আক্রান্ত হয়েছেন। সঙ্গে সঙ্গেই নিভৃতবাসে গিয়েছেন তিনি। প্রচারের যাবতীয় বিষয় দেখভালের জন্য দলীয় কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। আগামী ২৯ এপ্রিল অষ্টম দফার ভোট। সেদিন উত্তর কলকাতার সাত কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পড়ছে শ্যামপুকুরও। এদিকে ভোটের আগেই কোভিডে আক্রান্ত প্রার্থী। আরও পড়ুন-COVID-19 Vaccine Registration: ১৮ বছরের ঊর্ধ্বে কো-উইনে টিকাকরণের রেজিস্ট্রেশন শুরু ২৮ এপ্রিল, কীভাবে করবেন?
আগামী ২৪ এপ্রিল শ্যামপুকুর ও জোড়াসাঁকোয় রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন প্রার্থীদেরও থাকার কথা ছিল। তবে কোভিডে আক্রান্ত হওয়ার পর শশী পাঁজা জানিয়ে দিয়েছেন তিনি রোড শোয়ে থাকছেন না। অন্যদিকে দলীয় কর্মীদের প্রার্থী বলেছেন, তাঁর আক্রান্ত হওয়ার খবর অটোয় করে প্রচার করা হোক এলাকায়। একই সঙ্গে ভোটের স্লিপও দেওয়া হোক ভোটারদের। করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি মদন মিত্র। খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা করোনায় আক্রান্ত। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন মাণিকতলার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। করোনা আক্রান্ত অধীর চৌধুরি। রয়েছেন নিভৃতবাসে। কোভিড পজিটিভ মৌসম নুর বাড়িতেই আইসোলেশনে আছেন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। এবার সেই তালিকায় চলে এলেন শশী পাঁজাও।