Abhishek Banerjee and Mamata Banerjee (Photo Credits: X)

Kaliganj Bypoll Results: কৃষ্ণনগরের কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ব্যবধান বাড়িয়ে জিতল তৃণমূল (TMC)। প্রয়াত বাবা নাসিরুদ্দিন আহমেদের চেয়েও প্রায় ২ হাজার ৮০০  বেশি ভোটে জিতলেন মেয়ে আলিফা আহমেদ (Alifa Ahmed)। কালীগঞ্জে জিতে প্রথমবার বিধানসভার সদস্য হচ্ছেন টিসিএস (TCS)-এ কর্মরতা আলিফা। গত বছর লোকসভা নির্বাচনে বাংলায় দারুণ ফল করার পর একের পর এক উপনির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখল রাজ্যের শাসক দল। লোকসভা নির্বাচনের পর রাজ্যে হওয়া ১১টি বিধানসভা উপনির্বাচনের সব কটিতেই জিতল তৃণমূল।

শতাংশের বিচারে কে কোথায়

৫৫.১২ শতাংশ ভোট পেয়ে জিতলেন তৃণমূলের আলিফা আহমেদ। বিজেপি সেখানে পেল ২৮.১৮ ও কংগ্রেস ১৫.২৫ শতাংশ ভোট। গত বছর লোকসভা ভোটে এই কালীগঞ্জে তৃণমূল ৪৬.৮৫ শতাংশ ভোট পেয়েছিল। আর ২০২১ বিধানসভায় কালীগঞ্জে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল ৫২.৮৭। বিজেপির ভোট এক বছরের মধ্যে এখানে কমল প্রায় ৩ শতাংশ।

মহুয়া মিত্রর লিড ছিল প্রায় ৩৩ হাজার, আলিফা জিতলেন প্রায় ৫০ হাজার ভোটে

অন্যদিকে, আর বছরখানেকের মধ্যে হতে চলা বাংলার বিধানসভা ভোটের আগে একবারে চাপে পড়ে গেল বিজেপি। ২০১৬-তে কালীগঞ্জে চমক দেওয়া কংগ্রেসের ভোট তেমন বাড়ল না। গণনার শুরুতে বিজেপি তিন নম্বরে ছিল। অন্যদিকে এদিন গণনার শুরু থেকে শেষ অবধি এগিয়ে থাকার পর তৃণমূলের আলিফা জিতলেন ৪৯ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে। দ্বিতীয় স্থানে শেষ করলেন বিজেপির আশিস ঘোষ। বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ তৃতীয় স্থানে শেষ করলেন। ২০২১ বিধানসভা নির্বাচনে কালীগঞ্জে ৪৬ হাজার ৯৮৭ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন তৃণমূলের নাসিরুদ্দিন আহমেদ (লাল)। আর এবার তাঁর মেয়ে আলিফা জিতলেন ৪৯ হাজার ৭৭৭টি ভোটে। বছরখানেক আগে হওয়া কৃষ্ণনগর লোকসভা আসনে এই কালীগঞ্জ বিধানসভা থেকে তৃণমূলের মহুয়া মৈত্র ৩৩ হাজারের লিড। তার মানে মহুয়া মৈত্র-র থেকেও এই আসনে বেশি ভোট পেলেন প্রথমবার বিধানসভা পা রাখতে চলা আলিফা। চলতি বছর ফেব্রুয়ারিতে তিনি প্রয়াত হলে কালীগঞ্জে উপনির্বাচন ঘোষণা করা হয়। নাসিরুদ্দিনের মেয়ে আলিফা আহমেদ-কে প্রার্থী করে কালীগঞ্জ ধরে রাখল তৃণমূল।

তৃণমূলের ১১-০

গত বছর লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের দারুণ ফলের পর রাজ্যে মোট ১১টি বিধানসভা আসনে উপনির্বাচন হল। সেই ১১টি আসনেই উপভোটে জিতল তৃণমূল। গত কয়েক মাসে বাংলার উপনির্বাচনে বিরোধীরা খাতা খুলতে পারেনি। মাদারিহাট, বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ-এর মত বিজেপির নিশ্চিত আসনেও উপভোটে ফুটেছে জোড়াফুল। মানিকতলা, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই আসনে বড় ব্যবধানে ধরে রাখে রাজ্যের শাসক দল। আর এবার কালীগঞ্জও ধরে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অঙ্কের হিসেব

চার বছর আগে ৪৭ হাজার ভোটে জয়, লোকসভায় ৩৩ হাজারের লিড ছিল তৃণমূলের।

২০২৪ লোকসভা ভোটে কালীগঞ্জ কেন্দ্রের ফল-

তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র কালীগঞ্জ থেকে প্রায় ৩৩ হাজার ভোটের লিড পেয়েছিলেন।

২০২১ কালীগঞ্জ বিধানসভার ফল

নাসিরুদ্দিন আহমেদ (তৃণমূল): ১ লক্ষ ১১ হাজার ৬৯৬ (৫৩.৩৫%)

অভিজিত ঘোষ (বিজেপি): ৬৪ হাজার ৭০৯ (৩০.৯১%)

আব্দুল কাশেম (কংগ্রেস): ২৫ হাজার ৭৬ (১১.৯৮%)

সুজাতা মণ্ডল (বিএসপি): ১ হাজার ৫৬৭ (০.৭৫%)

ফল- তৃণমূল কংগ্রেস জয়ী ৪৬ হাজার ৯৮৭ ভোটের ব্যবধানে

কেন হয়েছে উপনির্বাচন

গত পয়লা ফেব্রুয়ারিতে ৭০ বছর বয়েসে প্রয়াত হন তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ (লাল)। ২০১১ বিধানসভা ভোটে পেশায় আইনজীবী নাসিরুদ্দিন কালীগঞ্জে প্রথম বার তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন। তবে ২০১৬ নির্বাচনে কংগ্রেসের প্রার্থী শেখ হাসানুজ্জামানের কাছে পরাজিত হন। তবে ২০২১ বিধানসভা ভোটে আবার টিকিট পেয়ে কালীগঞ্জ থেকে বিধায়ক হন নাসিরুদ্দিন।