কলকাতা, ২৩ জানুয়ারি: নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারকে ঘুরিয়ে কটাক্ষ করলেন রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার চাপেই দিল্লিতে নেতাজির মূর্তি বসানোর সিদ্ধান্তে নিয়েছে কেন্দ্র সরকার। এমন কথা বললেন মমতা। মমতা বললেন, অমর জওয়ান জ্যোতি নিভিয়ে একটা মূর্তি বসিয়ে নেতাজিকে সম্মান জানানো যায় না। আমরা নেতাজির জন্মদিবস লিখতে পারি, কিন্তু কেন মৃত্যুদিনটা জানি না? দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে এসে কেন্দ্রীয় সরকার কেন এখনও বলতে পারছে না নেতাজি কীভাবে কবে মারা গিয়েছেন।"
এরপর সুর চড়িয়ে মমতা বলেন, বাংলাকে কেন এত উপেক্ষা করা হবে? আমি চ্যালেঞ্জ করছি বাংলার ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারবে না। দেশের ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারবে না। যারা সেটা চেষ্টা করছে তারা আগুন নিয়ে খেলছে। প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে চিঠি লিখেছিলেন মমতা। কেন্দ্রীয় সরকার ইন্ডিয়া গেটে নেতাজির বিশালারকার মূর্তি বসানোর সিদ্ধান্ত নেয়।
ওরা কেন্দ্রে ক্ষমতায় আসার আগে বলেছিল নেতাজিকে তৈরি হওয়া রহস্য নিয়ে যাবতীয় কাজ করবে। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এখনও আমরা নেতাজির মৃত্যু বা সেই সম্বন্ধের বিষয় নিয়ে কিছুই জানি না।
দেখুন টুইট
Till today we don't know about Netaji's whereabouts. They (Centre) had said that when they come to power, they will work on it but nothing happened. In fact, we (state) have released & declassified all files on Netaji Bose: West Bengal CM Mamata Banerjee at an event in Kolkata pic.twitter.com/tAmfSN3ez7
— ANI (@ANI) January 23, 2022
২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে (Netaji Subhash Chandra Bose Jayanti 2022) জাতীয় ছুটি (National Holiday) ঘোষণার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। টুইটে তিনি লেখেন, ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করা হলে সমগ্র দেশ জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এবং সবচেয়ে উপযুক্ত পদ্ধতিতে দেশনায়ক দিবস উদযাপন করতে পারবে।