ট্রাক্টর উল্টে মর্মান্তিকভাবে মৃত্যু হল হুগলির (Hooghly) তিন যুবকের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মূলগ্রাম এলাকার একটি ব্রিজের নীচে। জানা যাচ্ছে, এদিন ট্রাক্টরে করে যুবকরা পীড়াগ্রাম থেকে মূলাগ্রামের দিকে যাচ্ছিল। তখনই ঘটনাটি ঘটে। ট্রাক্টর উল্টে যাওয়া দেখেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা গিয়ে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশসূত্রের খবর, মৃতরা সকলেই ২৮ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। ইতিমধ্যেই তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। একই গ্রামের তিনজনের আচমকা মৃত্যু হওয়াতে শোকস্তব্ধ তাঁদের পরিবার।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন মৃতরা হলেন বিশ্বজিৎ বাস্কে, অঞ্জন হেমব্রম ও উত্তম হাঁসদা। এদিন ট্র্রাক্টরটি চালাচ্ছিলেন অঞ্জন। তাঁর পাশেই বসেছিলেন উত্তম ও বিশ্বজিৎ। জানা যাচ্ছে, মূলাগ্রামে ব্রিজ পেরিয়ে গাড়িটি নীচের দিকে নামাতে গিয়েই ঘটে এই বিপত্তি। এলাকাবাসীরা একটি আওয়াজ শুনেই ঘটনাস্থলে গিয়ে দেখে তিন যুবক ট্র্যাক্টরের তলায় পড়ে গিয়ে কাতরাচ্ছেন। তড়িঘড়ি গ্রামবাসীরাই তাঁদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।