Burning, Representational Image (Photo Credit: Pixabay)

দুষ্কৃতির তাণ্ডবে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ঢোলাহাটের দক্ষিণ হরিণডাঙা এলাকা। দুই পরিবারের অশান্তির জেরে আগুন পুড়ে ছাঁই ৩টি বাড়ি। আগুনে সর্বস্ব খুঁইয়ে মাথায় হাত ক্ষতিগ্রস্থদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের গাড়ি। যদিও ঘটনার তিন ঘন্টার পর ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে পড়ে। তবে দমকলকর্মীদের দাবি, এলাকা থেকে অনেকটাই দূরে দমকল স্টেশন, যে কারণে ঘটনাস্থলে আসতে সময় লেগেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার জেরে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এরাই বাড়িতে আগুন ধরিয়েছে।

সম্পত্তির জেরে বাড়িতে আগুন ধরাল আত্মীয়

জানা যাচ্ছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল স্থানীয় বাসিন্দা আইনুদ্দিন পুরকাইত ও রহমাতুল্লা পুরকাইতের পরিবারের মধ্যে। এরা আবার দুজনে আত্মীয়। বৃহস্পতিবার রাতেও এই নিয়ে ঝামেলা হয়। অভিযোগ, রাতের অন্ধকারে রহমাতুল্লা ও তাঁর পরিবারের সদস্যরা আইনুদ্দিনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কোনওমতে আইনুদ্দিন পরিবার নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। আর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি বাড়িতেও। পুড়ে ছাঁই হয়ে যায় বাড়ির আসবাব, টাকা-পয়সা, সোনার গয়না, খাদ্যসামগ্রী, বাইক ইত্যাদি।

ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ। গ্রেফতার করা হয় রহমাতুল্লা ও তাঁর ভাই আছান পুরকাইতকে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ফলে এখনও মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।