কলকাতা, ২৭ ফেব্রুয়ারিঃ শ্বাসনালীতে সংক্রমণের (Respiratory Infections) ফলে কলকাতায় তিনটি শিশুর মৃত্যু হল। সোমবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত শনিবার এবং রবিবার দু দিনে ৩টি শিশুর প্রাণ কেড়েছে শ্বাসনালীর সংক্রমণ।
আরও পড়ুনঃ রিজেন্ট পার্কের ফ্ল্যাট থেকে পরিবারের ৩ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা নাকি খুন!
তিন শিশুর মধ্যে একজনের বয়স ৯ মাস। হাওড়ার (Howrah) উদয় নারায়নপুরে বাড়ি। ডাক্তার বি সি রায় পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্স হাসপাতালে মৃত্যু হয়েছে ওই শিশুর। সূত্রের খবর, চিকিৎসার জন্যে শিশুকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বেড পাওয়া যায়নি। চিকিৎসার অভাবেই ৯ মাসের শ্বাসনালী সংক্রমিত শিশুর মৃত্যু হয়েছে।
বাকি দুই মৃত শিশুর একজনের বয়স ৮ মাস। অপর জনের বয়স ১ বছর ৬ মাস। ওই দুই শিশুর মৃত্যুর কারণ পর্যবেক্ষণে ডাক্তারদের একটি প্যানেল বসেছে। শ্বাসনালীর সংক্রমেই তাঁদের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখছে চিকিৎসকরা।