Dead Body Representative photo (Photo Credits: Pixabay)

কলকাতা, ২৭ ফেব্রুয়ারিঃ একসঙ্গে উদ্ধার পরিবারের তিন সদস্যের পচাগলা মৃতদেহ। কলকাতার রিজেন্ট পার্কের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Regent Park Suicide Case)। রবিবার বাড়ির দরজা ভেঙে তিন জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন জনের গলায় সাদা কাপড় দিয়ে ফাঁস লাগানো ছিল।

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, বিগত তিন চার দিন তাঁদের কাউকে বাড়ির বাইরে বের হতে দেখা যায়নি। রবিবার হঠাই বহুতলের দ্বিতীয় মালা থেকে দুর্গন্ধ ছাড়াতে শুরু করে। এরপর স্থানিয়রা খবর দেন পুলিশকে। পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে উদ্ধার করেছে তিন সদস্যের মৃতদেহ। কোন সুইসাইড নোট মেলেনি। বাড়ি তল্লাশি করে তিন জনের আধার কার্ড পাওয়া গিয়েছে। যাতে জানা গিয়েছে তিন মৃতদেহ সম্পর্কে বাবা, মা এবং মেয়ে। বিজয় চ্যাটার্জি (৫১), রানু চ্যাটার্জি (৪৬), ঐন্দ্রিলা চ্যাটার্জি (২১)। আধার কার্ডে তাঁদের বাড়ির ঠিকানা দেওয়া রয়েছে ব্রহ্ম সমাজ লেন গার্ডেন রিচ।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বিগত ৬ মাস ধরে রিজেন্ট পার্কের (Regent Park) বহুতলে ভাড়া থাকছে ওই পরিবার। বিগত তিন চার দিন ধরে বাড়ি থেকে বের হতে দেখা যায়নি তাঁদের কাউকে। পুলিশ আরও জানতে পেরেছে, মেয়েটি ল কলেজের ছাত্রী। বাবার ব্যবসা রয়েছে। বেশ কিছু দিন ধরেই নাকি ব্যবসা নিয়ে আর্থিক সমস্যায় ভুগছিলেন বিজয়। পরিবারের তিন সদস্যের এমন রহস্য মৃত্যু তদন্ত করছে পুলিশ। ব্যবসার আর্থিক ক্ষতির জন্যেই কি পরিবারের তিন জনের এমন করুণ পরিণতি হল! নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।