কলকাতা, ১৭ জুলাই: ৩১ জুলাই পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে নামবে না দেশের কয়েকটি শহরের বিমান। সেই শহরগুলি হল দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আমেদাবাদ। এই ৬টি শহর থেকে কলকাতাগামী বিমান চলাচল করবে না। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ (Kolkata Airport)। আগে এই নিষেধাজ্ঞা ১৯ জুলাই পর্যন্ত ছিল।
করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখার জন্যই রাজ্য সরকারের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রথম নিষেধাজ্ঞা ৬-১৯ জুলাই পর্যন্ত ছিল। প্রথমদিকে এই ৬টি শহরে প্রচুর পরিমাণে করোনাভাইরাস কেসের সংখ্যা রয়েছে, বিশেষ করে মুম্বইয়ে। আরও পড়ুন: Kolkata: ৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত দিল্লি, মুম্বই সহ দেশের ৬ শহর থেকে কলকাতায় নামবে না কোনও বিমান
The restriction on arriving flights to #KolkataAirport from 6 cities viz Delhi, Mumbai,Pune,Chennai, Nagpur & Ahmedabad has been extended upto 31st July.@AAI_Official @MoCA_GoI @HardeepSPuri @arvsingh01 @PIB_India @wbdhfw @HomeBengal @MoHFW_INDIA
— Kolkata Airport (@aaikolairport) July 17, 2020
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়ানের স্থগিত রাখার জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন। ইতিমধ্যেই রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত বেড়েছে লকডাউনের (Coronavirus Lockdown) মেয়াদ।