সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে গুরগাঁও থেকে গ্রেফতার শর্মিষ্ঠা পানোলি (Sharmistha Panoli Case)। শনিবার আলিপুর আদালতে পেশ করা হলে তাঁকে আগামী ১৩ জুন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু তা খারিজ করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ফোন ও ল্যাপটপ। অন্যদিকে শর্মিষ্ঠার আইনজীবী জামিনের আবেদনও করেছেন। সেই সঙ্গে উচ্চ আদালতেও এই মামলার বিরুদ্ধে আবেদন করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে।

আদালত চত্বরে চিৎকার করেন শর্মিষ্ঠা

এদিন আদালত থেকে শর্মিষ্ঠাকে নিয়ে বেরোতেই জয়ের উল্লাশ শুরু করেন এক সম্প্রদায়ের মানুষজন। আর তাই দেখে বছর ১৯-এর তরুণী চিৎকার করে বলে ওঠেন, গণতন্ত্রের মধ্যে কী হয়রানিও করা হয়? এটা গণতন্ত্র নয়। এরপর তাঁকে মহিলার পুলিশকর্মীরা প্রিজন ভ্যানে তুলে দেন। আগামী ১৩ জুনের পর শর্মিষ্ঠার ভবিষ্যত কী হয় এখন সেটাই দেখার।

দেখুন শর্মিষ্ঠা পানোলির মন্তব্য

শর্মিষ্ঠা পানোলির গ্রেফতারি

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের সমর্থনে মন্তব্য করতে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে অপশব্দ ব্যবহার করে ফেলেছিলেন শর্মিষ্ঠা পানোলি। এই মন্তব্যের বিরুদ্ধে গার্ডেনরিচ থানায় একটি সংগঠনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গুরগাঁও থেকে গ্রেফতার করে পুলিশ। যদিও কোনও গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাঁকে আটক করা হয়েছে বলে দাবি করছে অভিযুক্তের পরিবার।