আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে পি কে ব্যানার্জি (Photo Credits: Twitter)

কলকাতা, ৫ মার্চ: ভাল আছেন প্রাক্তন ফুটবলার প্রদীপ কুমার ব্যানার্জি (PK Banerjee)। গত সাত ফেব্রুয়ারি নিউমোনিয়া, ডিমনেশিয়া ও পার্কিনসনস ও হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শ্বাসকষ্ট জনিত সমস্যাতেও ভুগছিলেন তিনি। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বেশ কয়েকব মৃত্যুর গুজবও উঠেছে। তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যুর সঙ্গে স্পোর্টসম্যান স্পিরিটে লড়াই চালিয়ে এখন অনেকটা ভাল আছেন। বেন্টিলেশন থেকেও তাঁকে বের করে আনা হয়েছে। মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিশেষ চিকিংসকদের তত্ত্বাবধানে রয়েছেন কিংবদন্তী ফুটবলার।

হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রবীণ ফুটবলারকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁকে দেখছেন ইনটেনসিভিস্ট এবং ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তন্ময় বন্দ্যোপাধ্যায়, পালমোনোলজিস্ট ডাঃ নন্দিনী বিশ্বাস। এছাড়াও ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের একটি বিশেষজ্ঞ চিকিৎসকের কমিটি তাঁকে দেখছেন। এই দলের নেতৃত্ব দিচ্ছেন ডাঃ এলএন ত্রিপাঠি এবং ডাঃ সুনন্দন বসু এবং ডাঃ অধ্যাপক কল্যাণব্রত ভট্টাচার্য। ফুটবলারের পরিবারের অনুরোধে ডাঃ কুনাল সরকার এবং ডাঃ রবিন চক্রবর্তীও প্রদীপবাবুকে দেখছেন। আরও পড়ুন- CM Mamata Banerjee: সীমান্ত প্রহরায় থাকা বিএসএফরা গ্রামের সমস্যায় নাক গলাতে পারে না, কালিয়াগঞ্জে বললেন মমতা ব্যানার্জি

বুধবার বিকেলেই পিকে ব্যানার্জিকে পর্যবেক্ষণে রাখা চিকিৎসকরা পরিবারের লোকজনকে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিশদে জানান। ভারতীয় ফুটবলের কিংবদন্তী খেলোয়ার পিকে ব্যানার্জি। খেলার জগতে দেশকে সেরার শিরোপা এনে দিয়েছেন। তিনি পেয়েছেন পদ্মশ্রী সম্মানও।