জেলবন্দি সন্দেশখালির বাঘ শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। কিন্তু জেলে থেকেও তিনি নাকি নাড়ছেন কলকাঠি। সেই সন্দেহেই ফের তদন্ত শুরু করল সিবিআই। শনিবার তড়িঘড়ি সন্দেশখালি পৌঁছলেন তদন্তকারী দলের আধিকারিকরা। তদন্তের খাতিরে প্রথমে তাঁরা আখতার মীরের বাড়ি যান। আখতার মীর শাহজাহানের পরিবারের সদস্য। সেখান থেকে আকাঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতেও যায় সিবিআই। আকাঞ্জি পাড়ার বাড়িতে বেশকিছুক্ষণ চলে তল্লাশি অভিযান। সেই সঙ্গে প্রাক্তন তৃণমূল নেতার পরিবারের সঙ্গেও কথাবার্তা হয়। যদিও কী কারণে এই তল্লাশি অভিযান তা এখনও স্পষ্ট নয়।

মেয়ের শ্বশুরবাড়িতে যায় সিবিআই

এদিকে শাহজাহানের বাড়িতে অভিযান চালানোর পর সিবিআইয়ের দল তাঁর মেয়ে আজমীরার শ্বশুরবাড়িতে গিয়েছে। সেখানেই তল্লাশি অভিযান চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গেও কথা হয় অফিসারদের। বর্তমানে জেলবন্দি রয়েছেন সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান। গত বছর ফেব্রুয়ারি মাসে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। পরে সিবিআই হেফাজতে পাঠানো হয় তাঁকে।

রেশন দুর্নীতি মামলায় সামনে আসে শেখ শাহজাহানের নাম

সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানের নাম রেশন দুর্নীতি মামলায় প্রথম উঠে এসেছিল। ২০২৪-এর ৫ জানুয়ারি এই মামলার তদন্তে ইডি আধিকারিক ওপর হামলা চালায় শাহজাহানের অনুগামীরা। তাঁর বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে হাইকোর্টের অনুমতিতে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই। তারপর থেকে টানা ৫৫ দিন নিখোঁজ থাকার পর অবশেষে গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে জমি দখল করে ভেরি বানানো, গ্রামবাসীদের ওপর অত্যাচার ও নারী নির্যাতনের মতো একাধিক অভিযোগ তুলেছিলেন গ্রামবাসীরা।