কলকাতা, ২২ এপ্রিল: রাজ্যে হু হু করে বাড়ছে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। করোনা আবহে কেন ভোট (Election) প্রচার চলছে? কেন নির্বাচন কমিশন (Election Commission) সিদ্ধহস্তে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে না? তা নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কমিশনের সিদ্ধান্তে অসন্তুষ্ট হাইকোর্ট। কমিশনের চূড়ান্ত ক্ষমতা তাও কেন ক্ষমতা প্রয়োগ করছে না? প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।
কলকাতা হাইকোর্ট কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে জানায়,"সার্কুলার নিয়ে জনগণের ওপর সব ছেড়ে দেওয়া হবে? কুইক রেসপন্স টিম কেন গঠন হচ্ছে না? কমিশনের চূড়ান্ত ক্ষমতা তাও কেন ক্ষমতা প্রয়োগ করছে না? করোনার সময় প্রচার বন্ধের সিদ্ধান্ত কেন নেওয়া হয়নি? সার্কুলার নয় দ্রুত পদক্ষেপ চাই। আমরা অর্ডার দিতে পারছি না কারণ রাজনৈতিক দলগুলির প্রতিনিধি কোর্টে নেই।" আরও পড়ুন, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোটের হার ১৭.১৯ শতাংশ
দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা যেখানে আড়াই লাখ ছাড়িয়েছে, রাজ্যে এক একদিনে সংক্ৰমণ ১০ হাজারের গণ্ডি পেরিয়েছে সেই সময়েও কেন কমিশন প্রচার বন্ধ করছে না? রাজ্যে একের পর এক জনসভা করছে রাজনৈতিক দলগুলি। একের পর জনসভায় বিপুল জমায়েত হচ্ছে।সার্কুলার জারি করে জনগণের ওপর দায়ভার না ছেড়ে, চূড়ান্ত ক্ষমতার যথেষ্ট ব্যবস্থা প্রয়োগ করা হোক। পাশাপাশি শীঘ্রই যাতে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয় তাও জানালো আদালত।