
আবারও ঠাকুরপুকুরে পথ দুর্ঘটনা। বুধবার ভোরবেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালি বোঝাই লরি উঠে গেল ফুটপাথে। ঘটনায় লরির চালক গুরুতর আহত হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে একটি বালি ভর্তি লরি তারাতলা থেকে জোকার দিকে যাচ্ছিল। ঠাকুরপুকুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সোজা উঠে যায় ফুটপাথে। ফুটপাথে একটি ফলের দোকানের সামনেই থামে লরিটি। সৌভাগ্যবশত, সেই সময় দোকান কিংবা রাস্তায় কেউ উপস্থিত না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে লরির চালক গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে ঠাকুরপুকুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরিটিকে আটক করেছে।
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। লরির ব্রেক ফেল নাকি চালকের ঘুমের ঝোঁক— সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের একাংশের দাবি, ওই রুটে ভারী গাড়ির দৌরাত্ম্য প্রায় নিয়মিত। ফলে মাঝেমধ্যেই এমন দুর্ঘটনা ঘটছে। এলাকায় আরও কড়া নজরদারি ও নিয়মিত ট্রাফিক তদারকির দাবি উঠছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তিতে স্থানীয়রা।