কলকাতা, ২ জুলাই, ২০১৯: আবার স্ক্যানারে সেই মাদ্রাসা( Madrasa) । রাজ্যের মাদ্রাসাগুলিকে জঙ্গি কার্যকলাপে (Terror Camp) ব্যবহার করছে বাংলাদেশি জঙ্গিরা। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন এই মাদ্রাসাগুলিকে ব্যবহার করছে বলে সতর্ক করা হয়েছে ওই রিপোর্টে।
রাজ্যে জেএমবির বাড়বাড়ন্ত নতুন কোনও ঘটনা নয়। সেই খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড থেকেই একাধিক জেএমবি জঙ্গি ধরা পড়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। গোয়েন্দারা জানিয়েছে বাংলাদেশ সীমান্তে একাধিক জঙ্গিশিবির চালাচ্ছে জেএমবি। সেই শিবিরে নিয়মিত যাতায়াত করেন লস্কর ই তৈবার জঙ্গিরা। শুধু আত্মগোপনের জন্যই নয়, এই এলাকা থেকে সংগঠনে লোকও নিয়োগ করছে তারা।নদিয়া, মুর্শিদাবাদ ও মালদা জেলার মাদ্রাসাগুলিকে মূলত ঘাঁটি গাড়ছে তারা। এছাড়া অসমের মুসলিম অধ্যুষিত জেলাগুলিতেও চলছে একই কায়দায় নিয়োগ। আরও পড়ুন, দাউদ ইব্রাহিমের নাগাল পেতে মোতিওয়ালার প্রত্যার্পণে এফবিআই, প্রমাদ গুনছে পাকিস্তান
২০১৪-র অক্টোবরে খাগড়াগড় বিস্ফোরণের পর প্রথম পশ্চিমবঙ্গে জেএমবির উপস্থিতি টের পান গোয়েন্দারা। ওই ঘটনার তদন্তে নেমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক জঙ্গিকে গ্রেফতার করে NIA. গত সপ্তাহেও কলকাতা ও বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয়েছে খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত ৫ জঙ্গিকে। মঙ্গলবারও পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার হয়েছে বুদ্ধগয়া বিস্ফোরণে জড়িত সন্দেহভাজন জঙ্গি আবদুল রহিম।