কলকাতাঃ সপ্তাহান্তেই ফের অস্বস্তিকর আবহাওয়া (Weather)। বুধবার বেশকিছু জেলায় (District) বৃষ্টির (Rain) পূর্বাভাস (Forecast) থাকলেও মেলেনি বৃষ্টির দেখা। ফলে বৃহস্পতিতে গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। সকাল থেকেই চোখ রাঙাচ্ছে সূর্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তেজ। কলকাতাসহ অন্যান্য জেলায় আজ দিনভর কেমন থাকবে তাপমাত্রা?
বৃহস্পতিতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জেনে নিন
গত কয়েকদিন তাপমাত্রার পারদ নামায় বেশ মনোরম ছিল বঙ্গের আবহাওয়া। কিন্তু সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বাড়বে, এমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। মিলে গেল সে সম্ভাবনা। বৃহস্পতিবার থেকেই শুরু গরমের দাপট। আগামী কয়েকদিনে তা আরও বাড়বে বলে জানানো হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় তেমনভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। শুক্রবার আরও ভয়াবহ হবে পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিনে কলকাতা শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গে ঝালাপালা অবস্থা হলেও খানিক স্বস্তিতে উত্তরবঙ্গ। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশকিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ইত্যাদি জেলায় আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
ঝড়বৃষ্টির পালা চুকেছে, বঙ্গে জ্বালাপোড়া গরমের চোখরাঙানি, দিনভর কেমন থাকবে আবহাওয়া?
Past 24 Hours Realized Maximum Temperature (ºC) and Departure (ºC) pic.twitter.com/b8AN3R5aQk
— IMD Kolkata (@ImdKolkata) May 8, 2025