শীত (প্রতীকী ছবি: File Photo)

কলকাতা, ৫ ফেব্রুয়ারি: শৈত্যপ্রবাহের দাপট কাটলেও কনকনানি ঠান্ডায় (Winter In West Bengal) এখনও জবুথবু গোটা রাজ্য। শহর কলকাতাতে শীতের আমেজ বেশ প্রবল। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম। কলকাতায় যখন এত শীত, তখন বাদ যায় না জেলাও। জমিয়ে পড়ছে ঠান্ডা। উইকএন্ডে শীতের আমেজে চড়ুইভাতিতে মেতেছে বাঙালি। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো। তার আগে জাঁকিয়ে শীত পড়ায় খুশি ব্যবসায়ীরাও। করোনাকালে আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় অস্থির বাঙালি। গত ১০ বছরে শীতলতম ফেব্রুয়ারি এই প্রথম। পারদ সামান্য চড়লেও শীতের অবহ ওখনই বিদায় নিচ্ছে না। আগামী ১০ তারিখ বুধবারের আগে শীতবুড়ো আপাতত বঙ্গেই থাকবে। আরও পড়ুন-Neel-Trina Wedding: সাতপাকে বাঁধা পড়লেন নীল-তৃণা, নবদম্পতিকে আশীর্বাদ করতে বিয়েবাড়িতে মুখ্যমন্ত্রী

আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই পরিস্থিতি বিরল, কিন্তু আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসেও জমিয়ে শীত উপভোগ করেছিলেন বাংলার মানুষ। চলতি বছর জানুয়ারি মাসে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় সেভাবে শীত উপভোগ করতে পারেননি সাধারণ মানুষ। কিন্তু সেই অভাব পূরণ করে দিচ্ছে ফেব্রুয়ারির শীত।