Heatwave | Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ১৫ মার্চশেষ ফাগুনে সকালে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়লেই রোদের তেজ জানান দিচ্ছে গরম আসছে (WB Weather Update) স্বমহিমায়। সকাল নটাতেই শহর কলকাতার রোদের তেজ হাঁফিয়ে ওঠার জন্য যথেষ্ট। হু হু করে বাড়ছে গরম, তেতে উঠছে প্রকৃতি। বিকেল পাঁচটা পর্যন্ত খরতাপ অব্যাহত বসন্তেই। খাতায় কলমে গ্রীষ্মকাল আসার আগে এই পরিস্থিতি ভয় ধরানোর জন্য যথেষ্ট। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ, ন্যূনতম ৩৮ শতাংশ। আরও পড়ুন-WB Assembly Elections2021: বাংলার মানুষ দিদির পাশেই আছে, জুমলাবাজদের সঙ্গে নয়, বললেন দেব

উল্লেখ্য,  চলতি মাসে গরম উত্তরোত্তর বাড়বে বলেই জানিয়েছিল হাওয়া অফিস। মৌসম ভবন জানিয়েছিল, মার্চেই তাপমাত্রা ছুঁতে পারে ৪১ ডিগ্রি। ১ মার্চ IMD-র ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছিল, গ্রীষ্ম এসে গিয়েছে। না জানিয়েই বিদায় নিয়েছে ঋতুরাজ বসন্ত। মার্চ থেকে মে মাস পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য ছাড়া সারা ভারতেই অব্যাহত থাকবে গ্রীষ্মের দাপট। দক্ষিণবঙ্গে গরম জাঁকিয়ে বসতে শুরু করলেও উত্তরের জেলাগুলিতে হালকা ঠান্ডার আভাস এখনও রয়েছে। তবে ক্রমশ ভোটের উত্তাপে তপ্ত হয়ে উঠছে গোটা রাজ্যই। এই মুহূর্তে বৃষ্টির কোনওরকম পূর্বাভাস নেই। এমনটা জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস।