কলকাতা, ৯ ফেব্রুয়ারি: পড়ন্ত বেলায় শীত যেন আরও মিঠে (Winter In West Bengal)। বসন্তের আগমন ধ্বনি শোনা যাচ্ছে। এদিকে মঙ্গলবার কলকাতায় আরও ২ ডিগ্রি নামল পারদ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আর রবিবার কলকাতার ১৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২দিন তাপমাত্রার পারদ আরও কয়েক ডিগ্রি নামবে। এমনকী সরস্বতী পুজো পর্যন্ত এই শীতের আমেজ বাঙালির সঙ্গী হবে তা বলা যেতে পারে। তাই ফেব্রুয়ারির মাঝামাঝিতে ফের একবার পিঠেপুলি থেকে পিকনিক, রোদ্দুরে পিঠ দিয়ে আড্ডা, সঙ্গে লেপের আরাম সবই একেবারে হাতের মুঠোয়। আরও পড়ুন-Uttarakhand Glacier Burst: উত্তরাখণ্ডে তুষারধস বিপর্যয়ে ২৬ জনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ বাংলার ৫ যুবক সহ ১৭১ জন
ফেব্রুয়ারির শুরু থেকেই শীত হঠাৎ জাঁকিয়ে পড়তে শুরু করে। গত ১০ বছরে এমন শীত আগে অনুভূত হয়নি অন্তত ফেব্রুয়ারি মাসে। কিন্তু জানুয়ারির পড়তে না পড়তেই শীত যেভাবে উধাও হয়েছিল তাতে বঙ্গবাসী ভেবেই নিয়েছিল পৌষেই বিদায় নিয়েছে ঠান্ডা। মাঘে তাকে আর দেখা যাবে না। তবে সংক্রান্তিতে ফের ঘুরিয়ে শীত ফেরে। তারপরে বেশ কিছুদিন ক্রিজে থেকে আবার প্যাভিলিয়নে ব্যাক করে। এককথায় ভেলকির পর ভেলকি দেখিয়ে চলেছে ঠান্ডা। বাঙালিও সেই আমেজে ভেসে বোকা বনতে বনতে এবার নিস্পৃহ হয়ে গেছে। তবে শীত এখনও আছে, থাকছেও। এই মরশুমে আরও কয়েকটাদিন লেপ কম্বলের ঊষ্ণতা উপভোগ করে নিন।