কলকাতা, ৯ নভেম্বর: নভেম্বরের শুরুতেই শহর কলকাতায় হালকা শীতের আমেজ। বেলা বাড়লে ঝকঝকে রোদ্দুরের তাপে ঠাণ্ডা উধাও, তবে সূর্য পাটে বসতে না বসতেই উত্তুরে হাওয়ার মৃদু শিরশিরানি জানান দেয় গরম পোশাক পরার সময় আসছে। সোমবারের পর মঙ্গলবারেও তাকবে ঠাণ্ডা। হাওযা অফিসের পূর্বাভাস বলছে, এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্য দিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। যা বছরের এই সময় স্বাভাবিক। তবে আগামী কাল বুধবার তাপমাত্রা কিছুটা বাড়বে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আরও পড়ুন- Kolkata: আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি, শ্রীঘরে চিকিৎসক
তবে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে শীতের প্রভাব তেমন না পড়লেও পুরুলিয়া, বাঁকুড়া, উত্তরবঙ্গে শীত এসে পড়েছে সাড়ম্বরে। মঙ্গলবার ওই দুই শহরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৪.১ এবং ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিকে, দার্জিলিঙে তা দাঁড়িয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে।