Representational image(Photo Credit: ANI)

কলকাতা, ৯ নভেম্বর:  রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়ার অভিযোগে তিনজন কে গ্রপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যমণি ডাক্তার অরিন্দম সেন। পুলিশ জানিয়েছে, এই ব্যক্তিই বেনামে আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি চিঠি লিখে তাঁর স্ত্রী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে ছিল। টাইপ করা চিঠির মূল বয়ান হল, “আপনার স্বামী নিহত হবেন। কেউ আপনার স্বামীকে বাঁচাতে পারবে না।” এরপরেই অভিযুক্তদের ধরতে তদন্তে নামে পুলিশ। বিজন সেতুর কাছ থেকে গ্রেপ্তার হন পেশায় টাইপিস্ট  বিজয় কুমার কয়াল। অরিন্দম সেন হুমকির বয়ান লিখে গাড়িচালক রমেশ সাউকে দিয়ে বিজয় কুমার কয়ালের কাছে টাইপ করতে পাটাতেন। তারপর সেই বয়ান পোস্ট করত রমেশ সাউ।আরও পড়ুন- Coronavirus Cases In India: ২৬৬ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমল অ্যক্টিভ কেস

প্রতি মাসেই অনেকগুলি করে হুমকির বয়ান আসত বিজয় কুমার কয়ালের কাছে। এমাসেও তার ব্যাতিক্রম হয়নি। গত ২৫ অক্টোবর সোনালি ছাড়াও হুমকি ভরা চিঠি গিয়েছিল এনআরএস-এর অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন দেবাশিস ভট্টাচার্য প্রমুখের কাছে। রবিবার সন্ধ্যায় রাজা রামমোহন রায় সরণির বাড়ি থেকে গ্রেপ্তার হন চিকিৎসক অরিন্দম সেন। জেরায় তিনি জানিয়েছেন। মানসিক অবসাদ কাটাতে গত ২ বছর ধরে বিভিন্ন জনকে হুমকি চিঠি পাঠাচ্ছেন।

প্রতিবেশী গৌরহরি মিশ্রের নামে এই চিঠি পাঠাতেন। প্রযত্নে মহুয়া ঘোষ। যিনি আবার রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল টেকনোলজি বিভাগে কর্মরতা। এদিকে সোনালি চক্রবর্তি বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশিববিদ্যালয়ের অধ্যাপিকা। তাই তদন্তে নেমে পুলিশকে দুয়ে দুয়ে চার করতে বেশি খাটতে হয়নি। তিন গুণধর এখন পুলিশি হেফাজতে রয়েছে।