প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

দীর্ঘদিন ধরেই নাবালিকা ছাত্রীকে অশ্লীল ভিডিয়ো দেখাচ্ছিলেন। আর সেই খবর গ্রামে চাউর হতেই চাপে পড়লেন স্কুল শিক্ষক। কার্যত স্কুল গেটে তালা ঝুলিয়ে বন্দি রাখা হল অভিযুক্তকে। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে বের করে আনা হয় শিক্ষককে। আর তখনই গ্রামবাসীর হাতে মার খেল সে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের (Bhagabanpur) বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের বায়বাড়ে গ্রামের একটি প্রাথমিক স্কুলে। জানা যাচ্ছে, বৃহস্পতিবারও তৃতীয় ক্লাসের ওই ছাত্রীকে নগ্ন ভিডিয়ো দেখিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করছিল অভিযুক্ত শিক্ষক।

প্রথমে সে বিষয়চটি বুঝতে না পারলেও পরে পরিবারের কাছে যখন পুরো ঘটনাটি জানায়, তখন তাঁরা গ্রামের বাকি বাসিন্দাদের জানায়। আর তারপরেই সকলে মিলে স্কুল ঘেরাও করে। ঘটনাস্থলে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে বাধে বচসা। আর তখন সে গ্রামবাসীদের হুমকি দেয়। পাল্টা ওই ব্যক্তিকে স্কুলের মধ্যে বন্দি রেখে গেটে তালা ঝুলিয়ে দেয়। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করে বাইরে নিয়ে যাওয়ার সময় বাসিন্দাদের হাতে মার খায় সে। আহত অবস্থায় তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। যদিও এখনও সে গ্রেফতার হয়েছে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।