Taxi, App Cab Strike: ভাড়া বৃদ্ধির দাবি, ২৬ জুলাই বন্ধ থাকবে ট্যাক্সি, ক্যাব পরিষেবা
কলকাতার হলুদ ট্যাক্সি (Picture Credits: Wikimedia Commons)

কলকাতা, ১১ জুলাই: ক্রমাগত বাড়ছে পেট্রল-ডিজেলের (Petrol-Diesel) দাম। পুরনো ভাড়ায় (Fare) ট্যাক্সি, ক্যাব (Taxi, Cab) চালানো কার্যত অসম্ভব বলে জানান চালক, মালিকেরা। ভাড়া বাড়ানোর দাবি জানান তারা। আগামী ২৬ জুলাই বন্ধ থাকবে ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব, এমনটাই সিদ্ধান্ত কলকাতা অ্যাপ ক্যাব অপারেটর্স ফোরাম এবং ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটির। এদিন, পরিবহণ ভবন অভিযানও হবে বলে জানানো হয়।

আগামী ১৩ জুলাই লেনিন মূর্তির পাদদেশে জনসভা করা হবে বলেও সিদ্ধান্ত সংঘটনের। পাশাপাশি অ্যাপ ক্যাব ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাব চালকেরা। পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির মধ্যে তাদের নানা সুযোগ সুবিধা থেকে বিরত রাখা হচ্ছে বলে অভিযোগ। আরও পড়ুন, সোমবার থেকে কলকাতা মেট্রোয় বাড়ছে ট্রেন, জানুন নয়া সময়সূচি

যার ফলে আগামী ২৬ জুলাই চরম ভোগান্তিতে পড়তে চলেছেন অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ। আগামী ১৫ জুলাই পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি রয়েছে। এদিকে চলছে না ট্রেন, মেট্রো সংখ্যা এমনিতেই কম তারওপর সময় বেঁধে দেওয়া। রাস্তায় বাসের সংখ্যা কম। অটো, বসে ৫০ শতাংশের বেশি যাত্রী নিয়ে যাওয়া নিষেধ। ফলে ট্যাক্সি, ক্যাব বন্ধ থাকলে নাজেহাল হতে হবে যাত্রীদের।

এদিকে পেট্রল-ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধিও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাড়া বাড়লে সাধারণ মানুষের পকেটে আরও কোপ পড়তে চলেছে। কলকাতায় পেট্রল সেঞ্চুরি পেরিয়েও বেড়েই চলেছে দাম। ডিজেলের দামও ৯৩ টাকা প্রতি লিটার ছুঁইছুঁই। অবস্থায় কার্যত দিশেহারা সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে মাথায় হাত আম-জনতার।