Tathagata Roy: পায়েল শ্রাবন্তী পার্নোর মতো ‘নগরীর নটী’রা টিকিট পায়, ‘প্রভু’দের কটাক্ষ করলেন তথাগত রায়
তথাগত রায়(Photo Credit: IANS)

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এক কথায় ভরাডুবি হয়েছে বিজেপির৷ বঙ্গ বিজেপি থেকে আওয়াজ উঠেছিল, বিধানসভায় এবার মমতাকে বিরোধীর আসনে বসতে হবে৷ কিন্তু পদ্ম শিবিরের সেই আশা পূর্ণ হয়নি৷ উল্টে দলবদলুদের বেশিরভাগই পরাজিত হয়েছেন৷ তালিকায় তারকা প্রার্থীদেরও অভাব নেই৷ আর এই বিষয়টি নিয়েই ফের বিজেপির তিন নেতাকে কটাক্ষ করলেন প্রবীণ আরএসএস নেতা তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy)৷ তিনি এক টুইট বার্তায় মঙ্গলবার বলেন, “পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?” আরও পড়ুন-Rahul Gandhi: সর্বগ্রাসী করোনাকে রুখতে পারে দেশজোড়া লকডাউন, রাহুল গান্ধী

তথাকথিত বিজেপি নেতৃত্বকে ঠুকতে গিয়ে তাঁদের ‘প্রভু’ নামে সম্ভাষণ করেছেন তথাগত রায়৷ প্রথম থেকেই টলি অভিনেত্রীদের নির্বাচনের টিকিট দেওয়া নিয়ে ক্ষোভে ফুটছিলেন তিনি৷ দোলের দিনে গঙ্গাবক্ষে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে পায়েল, তনুশ্রী, শ্রাবন্তীর নৌকাবিহার দেখে বেজায় চটেন তথাগতবাবু৷ আর এহেন ভরাডুবির পর ফের আক্রমণ শানালেন তিনি৷

রাজনীতিতে পোঢ় খাওয়া হলেও সৌজন্যের আসা তাঁর থেকে করা যায় না৷ সুযোগ পেলেই যেভাবে বিরোধীদের আক্রমণ করেন তা নিন্দার বইকি৷ এবার সেই একই ভাষাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তুলোধনা করলেন তথাগত রায়৷ মেঘালয়ের রাজ্যপালের পদ থেকে অবসর নেওয়ার পর এবারের নির্বাচনে ভবানীপুরে প্রার্থী হতে চেয়েছিলেন৷ কিন্তু দল সেখানে রুদ্রনীলকে দাঁড় করায়৷ তারপর থেকে ক্ষোভে ফুঁসছেন তিনি৷ এতদিনে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হল৷