মমতা ব্যানার্জি (Photo Credit: IANS)

কলকাতা, ১৪ নভেম্বর: আকাশ ছুঁয়েছে সবজির দাম (Price Rise Of Vegetables)। আগুন লেগেছে বাজারে। কেনাকাটা করতে গিয়ে চোখে সরষে ফুল দেখছে মধ্যবিত্তরা। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মোকাবিলায় তাই বৃহস্পতিবার নবান্নে (CMO) টাস্ক ফোর্সের (Task Force) জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। তাঁর অভিযোগ, ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ (Onion) দেওয়ার চুক্তি হলেও কেন্দ্র তা দিচ্ছে না। তবে বৃষ্টির জন্যে আলু (Potato) চাষের ব্যাপক ক্ষতি হলেও রাজ্যের কাছে এখনও যা আলু স্টোরেজ আছে, তা দিয়ে আপাতত ঠিকঠাকভাবে চালানো যাবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী (Chief Minister)। সেইসঙ্গে তিনি জানান, সুফল বাংলা স্টলের মাধ্যমে যত কম খরচে আমজনতার হাতে সবজি পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার।

বৈঠক শেষে পেঁয়াজ নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ শানাতেও ছাড়েননি তিনি। দোকানিদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ অনেকেই ইচ্ছে করে চারগুণ বেশি দামে সবজি বিক্রি করছেন। মানুষকে বিপদে ফেলে নিজেদের মুনাফা করা চলবে না। ফড়েদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যেও পুলিশ (Police) প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। আলু, পেঁয়াজ, পটল সহ বিভিন্ন সবজির দাম কেন অস্বাভাবিক হারে বাড়ছে তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্রেতা ও বিক্রেতাদের মাঝে কোন ফড়ে বা দালাল চক্র কাজ করছে কিনা, তাও খতিয়ে দেখা হবে। ক্রেতা যে দামে সবজি কিনছেন, চাষিরা তা পাচ্ছে কি না সেটাও নিশ্চিত করা হবে। আরও পড়ুন: Mamata Banerjee Writes Poem: কাশ্মীরে বাঙালি শ্রমিক খুনের প্রতিবাদে কবিতা লিখেছেন মমতা ব্যানার্জি, পড়ুন সেই কবিতা

২০১১ সালে ক্ষমতায় এসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দেখা শোনায় টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিদিন নবান্নে গিয়ে চোখ বুলিয়ে নেন প্রাইস চার্টে (Price Chart)। সেই চার্টই কপালে ভাঁজ ফেলে দিয়েছে মুখ্যমন্ত্রীর। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক ডেকেছিলেন তিনি।