Photo Source: Wikipedia

কলকাতা, ২ জানুয়ারি: শুক্রবার মধ্যরাত থেকে পুরোপুরি বন্ধ হতে চলেছে উত্তর কলকাতার 'হার্ট' টালা ব্রিজ(Tala Bridge)। ৫ তারিখ থেকে ভাঙা হবে ব্রিজটি ৷ মেরামতি করা হবে সেতুর। যার জেরে বৃহস্পতিবার থেকেই বদল হচ্ছে উত্তর কলকাতা(North Kolkata) সংলগ্ন ট্রাফিক রুট(Traffic Route)। শুক্রবার মধ্যরাত থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে ব্রিজ। বৃহস্পতিবার ব্রিজ সংলগ্ন এলাকা ঘুরে দেখন যুগ্ম কমিশনার ট্রাফিক সন্তোষ পাণ্ডে(Santosh Pandey) এবং ডিসি ট্রাফিক রূপেশ কুমার(Rupesh Kumar)-সহ কলকাতা পুলিশের ট্রাফিক পুলিশের পদস্থ কর্তারা। এরপর রাজ্য পরিবহণ দফতর এবং ব্যারাকপুর কমিশনারেটের সঙ্গে বেসরকারি যাত্রী পরিবহন মালিক সংগঠন বৈঠক করে।

বৃহস্পতিবার বৈঠক শেষে বেশ কয়েকটি নতুন ট্রাফিক রুট স্থির হয়। ৪১টি বাসরুট এবার নতুন পথে যাতায়াত করবে। তীব্র যানজট এড়াতে ওয়ান ওয়েতে যাতায়াত করবে গাড়ি। ব্যারাকপুর থেকে যে বাসগুলি কলকাতার দিকে আসবে সেগুলি ওয়ানওয়ে রাস্তায় দিয়ে যাতায়াত করবে। বি টি রোড থেকে চিড়িয়া মোড়, দমদম ৭ ট্যাঙ্ক, নর্দার্ন অ্যাভিনিউ, পাইকপাড়া, মিল্ক কলোনি, বেলগাছিয়া সেতু, চিড়িয়া মোড়, কাশিপুর, চিৎপুর এবং এমজি রোড হয়ে হাওড়া স্টেশন ঢুকবে বাসগুলি।আরও পড়ুন: Teach Bhagwat Gita in schools: গোমাংস খাওয়া রুখতে স্কুলে গীতা পড়ানো হোক, দাবি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের

অন্যদিকে, ধর্মতলা থেকে ব্যারাকপুর যাওয়ার বাসগুলি ওয়ান ওয়েতেই যাবে। শিয়ালদাহ হয়ে বিধানসরণী, শ্যামবাজার, লক গেট ব্রিজ এবং বিটি রোড ধরে সোজা ব্যারাকপুর যাবে বাসগুলি। ৪১ টির মধ্যে ৩৮টি বাস ২ তারিখ থেকে নতুন পথে যাতায়াত করবে। শনিবার থেকে চূড়ান্ত যানযটে ভুগতে পারেন নিত্যযাত্রীরা। এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

যে যে বাসের রুট বদলাচ্ছে। সেগুলি দেখে নিন একনজরে---

৩০বি/১, ৩০ সি, ৩০ ডি, ৩২ এ, ৩৪ বি, ৩৪ সি, ৪৩, ৪৩/১, ৪৭ বি, এস ১৮০, এস ১৫৯, এস ১৫৮, এস ১৮১, এস ১৮৫, এস ১৯০, ২৩৪/১, ২৪২, কে ৪, কেবি ১৬, এস ১৬৮, ২১৯, ২২২, ২২৭, ২৩০, ২৩৪, ৭৮, ৭৮/১, ৭৯বি, ৯৩, ২০২, ২১৪ এ, ২১৫/১, ৩সি/১, ৩সি/২, ৩০ এ, ৩০ বি, ৩বি, ৩ডি, ৩ডি/১, ২৩৪/১ এবং ২১৯/১