শুভেন্দু, মুকুল, ছবি এএনআই

কলকাতা, ১৮ জুন: তৃণমূল কংগ্রেস (TMC) নেতা মুকুল রায়ের (Mukul Roy)  বিধায়ক পদ খারিজ করা হোক। এমনই আবেদন করলেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে এবার বিজেপির (BJP) টিকিটে লড়াই করেন মুকুল রায়। ওই সময় তৎকালীন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে পরাজিত করে বিধায়ক হিসেবে নির্বাচিত হন মুকুল রায়। তবে ভোটের ফল বেরনোর দেড় মাসের মাথায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেও, কেন বিধায়ক পদ ছাড়েননি, তা নিয়ে সরব বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে এবার বিধানসভার অধ্যক্ষের কাছে সরব হন। মুকুল রায়ের বিধায়ক পদ যাতে খারিজ করা হয়, সে বিষয়ে অধ্যক্ষের কাছে পিটিশন জমা দিয়ে সরব হন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: Mucormycosis: চোখ কালো হতে হতে নাকেও সংক্রমণ, ভয়ঙ্কর ব্ল্যাক ফাঙ্গাসের কবলে ৪ শিশু

প্রসঙ্গত শিশির অধিকারীর সাংসদ পদ যাতে খারিজ করা হয়, তৃণমূল কংগ্রেসও সে বিষয়ে লোকসভার অধ্যক্ষের কাছে পিটিশন জমা করেছে। মুকুল রায়ের ক্ষেত্রেও এবার একই বিষয় নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সম্প্রতি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন মুকুল রায়। ছেলে শুভ্রাংশু রায়কে নিয়ে তৃণমূল ভবনে হাজির হন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফের জোড়াফুল শিবিরে ফিরে আসেন মুকুল রায়।