Suvendu Adhikari: ত্রিপল চুরি কাণ্ডে শুভেন্দু অধিকারী, ভাই সৌমেন্দুর বিরুদ্ধে FIR, কী বলছে অধিকারী পরিবার

কাঁথি, ৬ জুন: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)  ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari )-র বিরুদ্ধে ত্রানসামগ্রি চুরির অভিযোগে এফআইআর (FIR) দায়ের হল। গত ২৯ মে কাঁথি পুরসভার (Kanthi Municipal Administrative Board) ডরমেটারি বিল্ডিং থেকে ত্রিপল চুরি যাওয়ার ঘটনায় শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে অভিয়োগ দায়ের করা হয়েছে। আরও পড়ুন: Madan Mitra: মদনকে ধমক দিদির, মমতার ধমক খেয়ে কী বললেন কামারহাটির বিধায়ক

অভিযোগ উঠেছে, কাঁথি পুরসভায় আসা ত্রিপল সামগ্রি লরিতে চাপিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। পুর কর্মীদের নজরে আসায় তারা ধরে ফেলেন। এই কাণ্ডেই গত পয়লা জুন এফআইআর (FIR) দায়ের হয়। জেনারেল ডায়েরিও করা হয়েছে।

ত্রিপল চুরি কাণ্ডে একজনকে গ্রেফতারও করা হয়েছে। ত্রিপল চুরির অভিযোগে কাঁথি থানায় প্রথম অভিযোগ করেন পুর প্রশাসক মণ্ডলীর সদস্য রত্নদীপ মান্না। এক নাইট গার্ড, পুরকর্মীর সঙ্গে দুই অধিকারী ভাইয়েরও নাম এফআইআর-এ আছে। অধিকারী পরিবার এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি।